রাজ্য বিভাগে ফিরে যান

২৮ জুন বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ

June 25, 2021 | < 1 min read

বিধানসভার সর্বদলীয় বৈঠক, ফাইল চিত্র

আগামী সোমবার ২৮ জুন একটি সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, ২ জুলাই থেকে আসন্ন বিধানসভা (Assembly) অধিবেশন উপলক্ষে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। বিরোধী দল বিজেপি এই বৈঠকে যোগ দেয় কিনা সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

এদিকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হওয়া নিয়ে এখনও বিতর্ক চলছে। কে হবে এই পদের অধিকারী তা নিয়ে এখনও চর্চা চলছে। ইতিমধ্যে এই পদে মুকুল রায়কে সমর্থন জানাবে তৃণমূল। সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পিএসির সদস্য হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়। এছাড়াও পাশ হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল।

সব মিলিয়ে এবারের বিধানসভা অধিবেশন বেশ সরগরম থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#assembly, #West Bengal

আরো দেখুন