কলকাতা শহরে চালু হল বাংলা সহায়তা কেন্দ্র
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আর কাউকে সরকারি অফিসে ছুটতে হবে না। আর সেই প্রতিশ্রুতি মতোই শহর কলকাতায় চালু হয়ে গেল বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sohayota Kendra) । বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েই কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীতে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর পরিষেবা সম্বন্ধেও প্রয়োজনীয় তথ্য পাবেন বাংলা সহায়তা কেন্দ্র থেকে। এর জন্য কষ্ট করে আর সরকারি দপ্তরে গিয়ে টেবিলে টেবিলে না ঘুরলেও চলবে।
শহরবাসীর হাতের কাছেই মিলছে সমস্ত জনহিতকর পরিষেবা। স্থানীয় বরো অফিসে গিয়েই প্রয়োজনীয় কাজ সারতে পারবেন শহরের নাগরিকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মাত্রই কলকাতা পুরসভা জোরকদমে শুরু করে দিয়েছে কাজ। সেইমতো কলকাতা পুর এলাকায় বাংলা সহায়তা কেন্দ্র চালুও হয়ে গিয়েছে। বরো অফিসগুলিতেই শুরু করা হয়েছে এই বাংলা সহায়তা কেন্দ্র। কলকাতা পুর এলাকার বাসিন্দারা স্থানীয় বরো অফিসে গেলেই পেয়ে যাবেন জনহিতকর পরিষেবাগুলির সুবিধা।
বরো অফিসগুলিতে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা অবধি খোলা থাকছে বাংলা সহায়তা কেন্দ্র। ইতিমধ্যেই ৯ নম্বর বরো অফিসে শুরু হয়ে গিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম ও কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, দুয়ারে সরকার পরিষেবারই অঙ্গ বাংলা সহায়তা কেন্দ্র। শহরবাসী যাতে ব৩ড়ির কাছেই গিয়ে সমস্ত সরকারি পরিষেবা পান সেইজন্যই করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। আপাতত ৯ নম্বর বরো অফিসে চালু করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। এরপর ধীরে ধীরে কলকাতা পুর এলাকার সমস্ত বরো অফিসেই গড়ে তোলা হবে বাংলা সহায়তা কেন্দ্র।
বাংলা সহায়তা কেন্দ্র বরো অফিসে গড়ে ওঠায় বেশ খুশি ৯ নম্বর বরো এলাকার বাসিন্দারা। কোভিড বিধি মাথায় রেখে শারীরিক দূরত্ব বজায় রেখেই সথানীয় বাসিন্দারা প্রয়োজনীয় কাজে আসছেন বরো অফিসে। জনহিতকর পরিষেবা হাতের নাগালে এসে যাওয়ায় রাজ্য সরকারের প্রশংসাও করছেন অনেক বাসিন্দা।