রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গভঙ্গের দাবি করা নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে না বিজেপি, তবে কি প্রচ্ছন্ন সমর্থন?

June 25, 2021 | < 1 min read

মুখে না বললেও রাজ্যভাগের পক্ষে যে তাঁদের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে তা বুঝিয়ে দিল বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, রাজ্য ভাগের দাবি দলবিরোধী নয়। তাই যাঁরা এই দাবি তুলেছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে না দল। গত প্রায় ১ সপ্তাহ ধরে উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য ঘোষণার দাবি তুলেছেন বিজেপির (BJP) একাধিক জনপ্রতিনিধি। দল রাজ্য ভাগের সমর্থক নয় বলে বিবৃতি দিলেও এই দাবিতে যাঁরা সরব তাঁদের বিরুদ্ধে এখনো কোনও পদক্ষেপ করেনি গেরুয়া শিবির।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভিডিয়ো কনফারেন্সিংয়ে রাজ্য ভাগের প্রসঙ্গ ওঠে। তাতে তিনি তরাই ডুয়ার্সের জেলাগুলির আধিকারিকদের এব্যাপারে কড়া নজরদারি রাখতে বলেন। এই নিয়ে আইনশৃঙ্খলার যেন কোনও অবনতি না হয় সেব্যাপারে নজর রাখতে বলেন তিনি। তার পর থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তৎপর হয়েছে প্রশাসন, নজরদারি চালানো হচ্ছে সোশ্যাল সাইটেও। আলিপুরদুয়ারে বিশেষ নজরদারি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভোলানাথ পান্ডে।

রাজ্যভাগের দাবিতে সরব হয়েছেন ডাবগ্রাম – ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এই নিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু বলেন, ‘উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার নিয়ে দলে কোনও সিদ্ধান্ত হয়নি। এব্যাপারে যে যা বলছেন সব ব্যক্তিগত মন্তব্য। তবে এই দাবি দলবিরোধী নয়। কেউ স্থানীয় দাবি তুলে ধরতেই পারেন। তাই এদের বিরুদ্ধে পদক্ষেপ করবে না দল।’

ওদিকে রাজ্য ভাগের দাবি নিয়ে বৃহস্পতিবার দার্জিলিংয়ে রাজ ভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা (John Barla)। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘গত ১০ বছরে উত্তরবঙ্গে যথেষ্ট উন্নয়ন হয়েছে। রাজ্যপাল দার্জিলিংয়ে বসে রাজ্যভাগের চক্রান্ত করছেন। পশ্চিমবঙ্গের মানুষ এই দাবি মেনে নেবে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #bjp, #John Barla

আরো দেখুন