দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ত্রিপল চুরি মামলায় ব্যাকফুটে শুভেন্দু, আদালতের মিলল না রক্ষাকবচ

June 25, 2021 | < 1 min read

অস্বস্তি থেকেই গেল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari)। ত্রিপল চুরি (Tripol Churi) মামলা খারিজের আবেদন নিয়ে শিশিরপুত্ররা গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তবে আজ এনিয়ে কোনও অন্তর্বর্তিকালীন নির্দেশ দিল না শীর্ষ আদালত।

শুভেন্দুর আইনজীবী সওয়াল করেন,  শুভেন্দু কোনওভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নন। অন্যদিকে, সৌমেন্দু কাঁথি পুরসভায় চেয়ারম্যান থাকলেও ডিসেম্বর মাসে পদ থেকে সরে যান। বিচারপতি ওই সওয়াল শোনার পরও এনিয়ে কোনও নির্দেশ দেননি। ফের শুনানি হবে আগামী মঙ্গলবার।

উল্লেখ্য, কাঁথি(Kontai) পুরসভার ডরমেটারি বিল্ডিং থেকে বেশকিছু ত্রিপল চুরি যায় গত ২৯ মে। দিনদুপুরে ওইসব ত্রিপল ওইসব ত্রিপল লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পুসসভার কর্মীরা তা ধরে ফেলেন। এনিয়ে এফআইআর হয় গত ১ জুন। এর আগে একটি জিডিও হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #theft case

আরো দেখুন