রাজ্য বিভাগে ফিরে যান

ভেজাল বিজেপি ধরতে পারেননা, জাল টিকা নিয়ে জ্ঞান দিচ্ছেন? দিলীপকে কটাক্ষ কুণালের

June 25, 2021 | 2 min read

গতকাল সন্ধের পর থেকেই জাল ভ্যাকসিন (vaccine) কাণ্ড এবং ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক নেতাদের ছবি নিয়ে ময়দানে নেমেছিল বিজেপি (BJP)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের দৃষ্টি আকর্ষণ করে টুইট করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুরের সাংসদকে পাল্টা খোঁচা দিতে চাইলেন রাজ্য তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দিলীপ ঘোষকে উদ্দেশ করে কুণাল লিখেছেন, “কসবাকান্ড কুৎসিত অপরাধ। বিচিত্র প্রতারক। তদন্ত চলছে। কিন্তু ভোটের আগে বিজেপির যোগদান মেলার যে কর্তারা ‘ভেজাল বিজেপি’ ধরতে পারেননি, তাঁরা ভেজাল টিকা ধরা নিয়ে জ্ঞান না দেওয়াই ভালো। পুলিশ যা করার করছে।”

কী বলেছেন দিলীপ ঘোষ?

বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, “সারদা, রোজভ্যালি বন্ধ হওয়ার তৃণমূল এত দিন চাল আর ত্রিপল চুরি করে নিজেদের দোকানদারি চালাচ্ছিল। এবার নতুন চুরি ভ্যাকসিন। নতুন সরকারের নতুন দোকানদারি।”

যদিও কুণালের এই বক্তব্যের মধ্যে অনেকই যুক্তি খুঁজে পাচ্ছেন না। তাঁদের মতে, ভুয়ো টিকার সঙ্গে সরাসরি মানুষের স্বাস্থ্যের বিষয় জড়িয়ে। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়।

বিজেপির এক নেতা বলেন, আসলে কুণালবাবুও বুঝতে পারছেন দিদির সরকার ফেঁসে গিয়েছে। তাঁদের সাংসদ মিমি চক্রবর্তীকেই জলের সঙ্গে পাউডার মিশিয়ে ভ্যাকসিন বলে চালিয়ে দেওয়া হয়েছে। যেখানে সাংসদকে এই অবস্থার মধ্যে পড়তে হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বোঝাই যাচ্ছে। তাই কুণাল ঘোষ এখন আবোলতাবোল যুক্তি দিয়ে নজর ঘোরাতে চাইছেন।

ফিরহাদ হাকিম, শান্তনু সেন, সুব্রত মুখোপাধ্যায়, দেবাশিস কুমারদের সঙ্গে ধৃত দেবাঞ্জনের ছবি ছড়িয়ে পশ্চিমবঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেল থেকেও লেখা হয়েছে, “ছবির ব্যক্তিটি হল দেবাঞ্জন দেব, ভুয়ো আইএস অফিসার এবং জাল ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার ব্যক্তি। শাসক দল ও প্রশাসনের মদত না থাকলে এই জালিয়াতি ঘটানো সম্ভব? চাল, ত্রিপলের পর এবার ভ্যাকসিন নিয়েও জালিয়াতি? মানুষের বিশ্বাসের এই মর্যাদা দিচ্ছে তৃণমূল!!”

সব মিলিয়ে বঙ্গ রাজনীতির ময়দান আপাতত ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়েই সরগম।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #vaccine

আরো দেখুন