দেশ বিভাগে ফিরে যান

বাড়ল প্যান-আধার সংযোগের সময়সীমা। জেনে নিন কী ভাবে সংযোগ করবেন

June 26, 2021 | 2 min read

আরও ৩ মাস বাড়ল আধার-প্যান (Aadhar-Pan) সংযোগের সময়সীমা। ৩০ জুনের বদলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সংযুক্তিকরণ। এমনটাই জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রক। করোনা অতিমারির কথা মাথায় রেখেই যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্যান ও আধার সংযোগের সময়সীমা এই নিয়ে চতুর্থ দফায় বাড়ানো হল সরকারের পক্ষ থেকে। গত বছরের ৩১ মার্চ প্যান-আধার সংযুক্তিকরণের শেষ দিন ঘোষণা করা হয়েছিল একেবারে শুরুতে। করোনা আবহে তা প্রথমে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরের দু-দফায় চলতি বছরের ৩১ মার্চ ও তারপর ৩০ জুন পর্যন্ত বেড়েছিল মেয়াদ। করোনা পরিস্থিতির কথা ভেবেই তা ফের একবার আরও তিনমাসের জন্য বাড়ানো হল।

নিজেই করে নিতে পারেন সংযুক্তিকরণ

প্যান কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া এই মুহূর্তে যথেষ্ট সরল করা হয়েছে এবং সরকারের চালু করা নতুন আয়কর পোর্টালের মাধ্যমে তা অনলাইনেই করা যেতে পারে। গত ৮ জুন এই পোর্টালের লঞ্চ করেছে সরকার। করদাতাদের কর প্রদানের প্রক্রিয়া সরল করতে সরকার ওই পোর্টার লঞ্চ করে ইউআই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

প্যান ও আধার সংযুক্তির প্রক্রিয়া- এক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। দেখে নেওয়া যাক সেই পদ্ধতি:

-https://www.incometax.gov.in/iec/foportal/- এ লগ ইন করতে হবে।

  • পোর্টালের হোম পেজে স্ত্রল করে নিচে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।
    -ক্লিক করলেই নতুন ওয়েব পেজ খুলে যাবে
    -এরপর প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে।
    -প্রয়োজনীয় বক্সগুলিতে টিক মার্ক দিতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
    -এরপর নথিভূক্ত মোবাইল নম্বরে আসা ছয় অঙ্কের ওটিপি এন্টার করতে হবে এবং সংযুক্তির প্রক্রিয়ার জন্য ভ্যালিডেট করতে হবে।

কী হবে প্যান ও আধার সংযুক্তিকরণ না হলে?

বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান গুরুত্বপূর্ণ নথি। আধারের সঙ্গে এর সংযুক্তি না ঘটালে সময়সীমার পর তা নিষ্ক্রিয় হয়ে যাবে। এর প্রভাব পড়বে বিভিন্ন আর্থিক লেনদেন এবং পেনশন, স্কলারশিপ, এলপিজি ভর্তুতির মতো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Aadhar Card, #pan card

আরো দেখুন