দ্বিচারিতা বিজেপির? মানুষের দোহাই দিয়ে উপনির্বাচনে না, এদিকে ট্রেন চালানোর দাবি
লকডাউন (Lockdown) চলছে, তাই উপনির্বাচন (By Election) করার কোনও দরকার নেই। ভোট না করার পক্ষে খোলাখুলি সওয়াল করল রাজ্য বিজেপি (BJP Bengal) । শুক্রবার বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Bose) বলেন,’মানুষের বিপদ বাড়িয়ে আর একটা ভোটের কোনও প্রয়োজন নেই।’ প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউ আসার আগে উপনির্বাচন সেরে ফেলার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বলেছেন,’আমরা চাইব উপনির্বাচন হয়ে যাক। ৭ দিন প্রচারের জন্য দেওয়া হোক।’
বঙ্গবিজিপের এই নেতার ঠিক উল্টো দাবি করেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি (Locket Chatterjee)। শুক্রবার হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালানোর দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি দেখা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে। ডিআরএমের অফিসে লোকাল ট্রেন চালানোর জন্য লিখিত আবেদন করেন। লকেটের দাবি, করোনা বিধিনিষেধের মধ্য়ে লোকাল ট্রেন চলছে না। স্টাফ ট্রেনে উঠতে পারছেন না সাধারণ মানুষ। উল্লেখ্য, লোকাল ট্রেন চালানোর ব্যাপারে এক্ষুনি রাজি নয় রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, লোকাল ট্রেন চালু করলে সংক্রমণ যদি বেড়ে যায় তার দায়িত্ব কে নেবে।
স্বাভাবিকভাবেই বঙ্গবিজেপির এই দ্বিচারিতা প্রকাশ্যে এলে অনেকেই এই দুই দাবিকে সংযোগের অভাব বলে আখ্যা দিয়েছেন। অনেকে মনে করছেন, উপ নির্বাচন হলে আরও পিছিয়ে যাবে দল, তাই সেটাকে রুখে দিতে পড়লেই তাদের পক্ষে মঙ্গল। কিন্তু কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের বিপদের দোহাই দিয়ে উপ নির্বাচন বন্ধ করা, এবং সাধারণ মানুষের দোহাই দিয়ে লোকাল ট্রেন চালানো, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে পারেনি বঙ্গবিজেপি, এটা একদম পরিষ্কার।