দেশ বিভাগে ফিরে যান

এবার গর্ভবতীরাও নিতে পারবেন করোনার টিকা

June 26, 2021 | < 1 min read

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার তৃতীয় ঢেউ (COVID ThirdWave) শিগগিরই দেশে ধাক্কা দিচ্ছে। তাই আগেভাগেই কোমর বেঁধে নেমেছে রাজ্যর সরকার থেকে প্রশাসন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। টিকাকরণের গতি বাড়ানো হয়েছে, যাতে তৃতীয় ঢেউয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়। তবে উদ্বেগে রাখছে শিশু (Children) এবং গর্ভবতীরা (Pregnant Woman)। কারণ তাদের এখনও টিকাকরণের (Vaccination) আওতায় আনা যায়নি দেশে। এবার এই নিয়েই কিছুটা স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানাল, গর্ভবতীরাও নিতে পারবেন করোনার টিকা।


এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হয়ে সাংবাদিক সম্মেলন করলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (‌আইসিএমআর)‌–এর ডিরেক্টর জেনারেল ডা.‌ বলরাম ভার্গব। বললেন, ‘‌কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা দিয়ে জানিয়েছে, গর্ভবতীরাও করোনার টিকা নিতে পারবেন।’‌ তিনি আরও বললেন, ‘‌গর্ভবতীদের জন্যও কার্যকর এই টিকা। তাঁদের অবশ্যই নেওয়া উচিত টিকা।’


তবে ডা.‌ ভার্গব এও বললেন, শিশুদের টিকা দেওয়ার বিষয়টি এখনও আলোচনা চলছে। এই নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, ‘‌এখনও পর্যন্ত একটি দেশই কেবল শিশুদের করোনা টিকা দিচ্ছে। শিশুদের আদৌ কোভিড টিকার প্রয়োজন কি না, এখনও সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তার উত্তর না মেলা পর্যন্ত, সে নিয়ে পর্যাপ্ত তথ্য হাতে না আসা পর্যন্ত, সার্বিক ভাবে শিশুদের টিকাকরণ শুরু করা সম্ভব নয়।‌’‌


তিনি এও বললেন, ‘‌যদিও দেশে ২ থেকে ১৮ বছর বয়সিদের ওপর ট্রায়াল চলছে। সেপ্টেম্বরের মধ্যেই তার ফলাফল সামনে আসবে।’‌ 

TwitterFacebookWhatsAppEmailShare

#pregnant women

আরো দেখুন