বিজেপি নেতাদের কথামত ঘুরছে মানবাধিকার প্রতিনিধি দল? বিতর্ক
জাতীয় মানবাধিকার কমিশনের পরিদর্শন ঘিরে বিতর্ক দেখা দিল। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন কমিশনের সদস্যরা। তাঁরা ঘরছাড়া কিছু বিজেপি (BJP) কর্মীর সঙ্গে কথা বলেন ঠিকই, তবে বারুইপুরে গিয়ে সেখানকার এক নেতার বাড়িতে গিয়ে ওঠেন কমিশনের সদস্যরা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, বারুইপুর পশ্চিম কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী দেবপম চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল এই প্রতিনিধি দল। যদিও এই পরিদর্শন নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি তারা। শাসক দলের বক্তব্য, বিজেপি নেতা-নেত্রীদের কথাতেই ঘুরছেন কমিশনের লোকজন। অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের ব্যাপারে কোনও খবর নিতে আসেননি তাঁরা। যদিও বিজেপির বক্তব্য, ভোট-পরবর্তী হিংসার কারণে অনেক কর্মী আক্রান্ত। সেসব দেখতেই কমিশনের প্রতিনিধি দল এসেছে।
জানা গিয়েছে, এদিন সকালে নরেন্দ্রপুর থানায় গিয়ে পুলিস আধিকারিকদের সঙ্গে কথা বলে কমিশনের একটি দল। সেখান থেকে একটি দল চলে যায় খেয়াদহ ও অপর দলটি যায় বোড়াল। এরপর তাঁদের গন্তব্য হয় বারুইপুর। সেখানে গিয়ে প্রথমেই ওই বিজেপি প্রার্থীর বাড়িতে হাজির হন তাঁরা। পুলিস সূত্রে খবর, সেখানে কিছু বিজেপি কর্মী ছিলেন। কিন্তু প্রশ্ন হল, এভাবে কোনও রাজনৈতিক দলের নেতার বাড়ি কি যেতে পারেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল? তবে বাড়িতে ঢোকার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস। প্রতিক্রিয়ার জন্য ওই বিজেপি নেতাকে ফোন করা হলে, তিনি তা ধরেননি। গোটা সফর ঘিরে সংবাদমাধ্যম বা পুলিস কাউকে কাছাকাছি ঘেঁষতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বারুইপুরের পর জয়নগর, বিষ্ণুপুর সহ একাধিক এলাকাতেও পরিদর্শন করে মানবাধিকার কমিশনের (human rights commission) এই প্রতিনিধি দল। উল্লেখ্য, এর আগে এসসি, এসটি কমিশনের প্রতিনিধি দল যখন আসে তখন পুলিস ও প্রশাসনকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছিল। এবার তাদেরকে দূরে রেখেই এলাকায় কথাবার্তা বললেন সদস্যরা। এক পুলিস আধিকারিকের কথায়, আমাদের সঙ্গে তারা নেয়নি। কিন্তু প্রোটোকল হিসেবে আমাদের থাকতে হয়েছিল। কিন্তু যে এলাকায় এই দল ছিল, তার অনেকটা দূরেই আমাদের থাকতে হয়েছে।