বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ! আতঙ্কে কাঁপছে ভূস্বর্গ
বিস্ফোরণ কেঁপে উঠল জম্মু (Jammu and Kashmir) বিমানবন্দরের (Airport Technical Area) টেকনিক্যাল এলাকা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শুরু হয়েছে তদন্ত। তবে কি থেকে বা কীভাবে এমন বিস্ফোরণ হয়েছে তা নিয়ে রয়েছে সন্দেহ। আদৌ এই বিস্ফোরণের (Explosions) সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে , একটি নয়, জম্মু বিমানবন্দরে (Jammu Airport Explosions) পর পর ২ টি বিস্ফোরণ ঘটেছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা গিয়েছে রাত প্রায় ১.৪৫ মিনিট নাগাদ পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু’টি বিস্ফোরণের (Jammu Airport Explosions) ঘটনা ঘটল বিমানবন্দরের টেকনিক্যাল (Airport Technical Area) এলাকায় ৷
যদিও, এখনও পর্যন্ত কারওর হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সঙ্গে সঙ্গে ওই অঞ্চলটি নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ উচ্চ-আধিকারিক, পুলিশ আর ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ৷ সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷
এদিকে, জম্মুতে এমন ঘটনার সঙ্গে সঙ্গেই ভূস্বর্গের নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে ঘটনা ঘিরে চলছে তদন্ত। গত ২৪ জুনই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি সেখানে সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের সমস্ত দলগুলিকে আমন্ত্রণ জানান। বৈঠকে কাশ্মীরের উন্নয়নের একাধিক ইস্যু আলোচিত হয় বলে খবর। এদিকে, সেই বৈঠকের আগের দিন কাশ্মীরে পর পর ৩ টি জঙ্গি হামলা হয়। হামলার সঙ্গ বৈঠক বিরোধিতার যোগ রয়েছে বলেও দাবি করে একাধিক সূত্র।