রাজ্য বিভাগে ফিরে যান

কয়েকদিনের মধ্যেই তৃণমূলে জেলা সভাপতিদের রদবদল, তালিকা প্রস্তুত

June 27, 2021 | < 1 min read

কিছুদিন আগেই এক পদ নীতি চালু হয়েছে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। স্বয়ং তৃণমূল সুপ্রিমো সেই নিদান দিয়েছেন। তাই এবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি (District President) বদল নিয়ে চলছে শুরু হয়েছে দলের অন্দরে জোর চর্চা। সূত্রের খবর, আগামী সোমবার থেকে শনিবারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে নতুন সভাপতিদের নাম ঘোষণা হতে পারে। আসলে জেলায় জেলায় সংগঠন আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একুশের নির্বাচনে বিজেপি জেলা থেকে বেশ কয়েকটি আসন পেয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনে এক ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। তাই জেলায় সংগঠন সক্ত ভিতের উপর দাঁড় করাতে হবে। এখন আপাতত আট জেলা সভাপতি বদলের সম্ভাবনা দেখা দিয়েছে। তারপর ধীরে ধীরে বাকিগুলি করা হবে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল কংগ্রেস এখন এক ব্যক্তি এক পদ নীতিতে চলতে চাইছে। সেই নীতি অনুযায়ীই এই সভাপতি বদলের ভাবনা।

গত ৫ জুন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হয়েছিল। সেখানে আগামী এক মাসের মধ্যে এই রদবদল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই এক মাস শেষ হতে আর বেশিদিন বাকি নেই। ফলে জুলাই মাস থেকেই সম্ভবত তৃণমূল কংগ্রেসে কার্যকর হতে চলেছে এই নীতি। তাতে অনেককেই জেলা সভাপতির পদ ছাড়তে হতে পারে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক, পুলক রায়, স্বপন দেবনাথ, সৌমেন মহাপাত্রের নাম শোনা গিয়েছে। যাঁরা সরে গেলে সেই সব পদে অন্য মুখ আসার কথা। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #District President

আরো দেখুন