খেলা বিভাগে ফিরে যান

মেদিনীপুরের প্রণতি অংশগ্রহণ করবে অলিম্পিকে

June 29, 2021 | < 1 min read

২০১৯ সালে এশিয়ান জিমনাস্টিক চাম্পিয়ানে ব্রোঞ্জ জিতলেও অলিম্পিকে (Olympics) যাওয়ার যাবতীয় যোগত্যা অর্জন করে নিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জিমনাস্টিয়ান প্রণতি নায়েক (Pranati Nayak)।

২৯ মে থেকে ১ জুন কোভিডের কারণে অলিম্পিক বাতিল হয়। অবশেষে সেই অলিম্পিকে  অংশগ্রহন করতে এবার জাপানে যাবে পিংলার প্রণতি। বর্তমানে কলকাতায় প্র‍্যাক্টিসে রয়েছে প্রণতি। আর এই খবর পরিবারের কানে পৌঁছতেই, রীতিমতো আনন্দিত বাড়ীর সদস্য থেকে স্থানীয়রা।

ছোট বেলা থেকেই লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াত প্রণতি। ইতিমধ্যেই জিমনাস্টিকে বহু দেশ বিদেশে অংশগ্রহন করেছেন তিনি। ঝুলিতে অনেক পুরস্কার রয়েছে। এই খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরাও আশাবাদী এবার মেয়ে ভারতের মুখ উজ্জ্বল করবে।

সোনাপুর গ্রামের লোকেরা জানান যে গ্রামের মেয়ে খেলতে যাচ্ছে গ্রাম ছাড়িয়ে দেশের জন্য তাই আমরা আজ ওর জন্য গর্বিত বোধ করছি। সেইসঙ্গে প্রতিবেশীদের দাবি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি এলাকার জন্য কিছু করুক এটাই তার কাছে আমাদের দাবি।

মা প্রতিমা নায়ক বলেন  “খুব ভালো লাগছে। মেয়ে মেডেল নিয়ে আসুক দেশের ও গ্রামের মুখ উজ্জ্বল করুক।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Pranati Nayak, #olympics

আরো দেখুন