কলকাতা বিভাগে ফিরে যান

বিজেপির বৈঠকে অনুপস্থিত রাজীব, জল্পনা দলের অন্দরেই

June 29, 2021 | < 1 min read

শুরু হয়ে গেল রাজ্য বিজেপির (BJP) কার্যসমিতির বৈঠক। কিন্তু এরই মধ্যে জল্পনা বাড়িয়ে এই বৈঠকে গরহাজির ডোমজুড়ের (Domjur) পরাজিত প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee)। রাজীবের কাছে পৌঁছে গেছিল আমন্ত্রণপত্রও। তবুও আজ হেস্টিংসের আগরওয়াল হাউজের ৮১১ নম্বর ঘরে হাজির হলেন না রাজীব। আর এখন সেটির খুঁজছেন বিজেপি নেতারা।

বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্র থেকে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন রাজীববাবু। তার পর থেকেই দলের সঙ্গে যোগাযোগ নেই তাঁর। বিজেপি সূত্রের খবর, দলীয় নেতাদের ফোন ধরেন না রাজীব। এরই মধ্যে মুকুল রায়ের তৃণমূলে ফেরার পরদিন বিকেলে রাজীবকে দেখা যায় তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে। যদিও বেরিয়ে জানান, সৌজন্য সাক্ষাতে এসেছিলেন তিনি। এর পর মাতৃবিয়োগের খবর পেয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তিনি। ঘটনাক্রমে স্পষ্ট হয় তৃণমূলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন প্রাক্তন মন্ত্রী।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল। ভোটে বিজেপির অন্যতম কান্ডারি মুকুল রায় যোগ দিয়েছেন তৃণমূলে। সঙ্গে তৃণমূলে ফেরার কাতর আবেদন জানিয়েছেন দলবদলকারী একাধিক নেতা। প্রকাশ্যে তেমন কোনও আবেদন না জানালেও রাজীবের গতিবিধিতে স্পষ্ট পুরনো দলেই ফিরতে চান তিনি। কিছুদিন আগে ফেসবুকে বিজেপির সমালোচনা করে পোস্ট করেন তিনি। প্রশ্ন তোলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতে আসা সরকারের এত তাড়াতাড়ি সমালোচনা করার দরকার কী? বরং আত্মসমালোচনা করুক বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Rajib Banerjee

আরো দেখুন