রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের উদাসীনতায় আবার টিকা সঙ্কট পশ্চিমবঙ্গে

June 30, 2021 | < 1 min read

 কেন্দ্রে বিরুদ্ধে ফের টিকা (Vaccine) বঞ্চনার অভিযোগ তুলল রাজ্য। চাহিদা অনুযায়ী ভ্যাকসিন পাঠায়নি মোদি সরকার। ফলে রাজ্যের ভাঁড়ারে পড়ে আর মাত্র ছয় লক্ষ ডোজ। মঙ্গলবার একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী (Dr Ajay Chakrabarty)। এদিকে, আগামী এক মাসের মধ্যে রাজ্যের প্রায় ৩৮ লক্ষ মানুষের দ্বিতীয় ডোজের টিকাকরণ সম্পূর্ণ করতেই হবে রাজ্যকে। এই পরিস্থিতিতে আগামী দু’দিন কলকাতা পুরসভার সমস্ত টিকাকরণ কেন্দ্রে শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আর বাকি রাজ্যের সর্বত্র যত টিকা পাবেন সাধারণ মানুষ, তার অর্ধেকই হবে দ্বিতীয় ডোজ। স্বাস্থ্যকর্তাদের প্রশ্ন, রাজ্য যেখানে দৈনিক টিকাকরণ আরও বাড়নোর পক্ষপাতী, সেখানে রিজার্ভে ছ’লক্ষ টিকা রেখে কীভাবে তা সম্ভব?


এদিন এই সংক্রান্ত একটি নির্দেশনামা জারি করে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোন জেলায় কতজনকে দ্বিতীয় ডোজ দিতেই হবে, সেকথা স্বাস্থ্যকর্তাদের জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সন্ধ্যায় তিনি বলেন, আগামী এক মাসে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমাদের ৭০-৭৫ লক্ষ ডোজ টিকা পাওয়ার কথা। তার অর্ধেক টিকা দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য রাখতেই হবে। সেজন্যই এই নির্দেশ। 


এদিকে টিকাকরণ প্রসঙ্গে এদিন রাজ্যের সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। তার কড়া প্রতিক্রিয়াও দিয়েছে নবান্ন। সন্ধ্যায় একটি বিবৃতি জারি করে ‘চরম টিকা সঙ্কট’-এর কথা জানিয়ে রাজ্যের দাবি, ভুয়ো টিকাশিবিরের ঘটনা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা এবং রাজ্য সরকার কোনওভাবেই এর সঙ্গে যুক্ত নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #vaccine

আরো দেখুন