ভারী বৃষ্টির সম্ভাবনা – উত্তরবঙ্গে ‘লাল সতর্কতা’
উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি করল আবহাওয়া দপ্তর (Weather Dept)। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টি হবে। এর জেরে বাড়তে পারে নদীর জল। এমনকী, বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। ধস নামতে পারে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) জেলার পাহাড়ি এলাকায়।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জি সি দাস জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলকভাবে কম হবে। মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ততটা সক্রিয় নয়। তবে আগামী কাল, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে।
এই অক্ষরেখাটি হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও বিহারের উপর দিয়ে গিয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প টেনে আনছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমি বায়ু। ওই জলীয় বাষ্প পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ সৃষ্টি করছে। বুধ ও বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে খুব ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে কোচবিহার জেলাতেও। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে খুব ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়।
এদিকে, দেশের যে অংশে এখনও বর্ষা ঢোকেনি, আগামী পাঁচদিনের মধ্যেই সেই সব অংশে বর্ষা ঢুকে পড়বে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মনে করছে। এখনও পর্যন্ত রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাবের একাংশ, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়ে বর্ষা প্রবেশ করেনি।