রাজ্য বিভাগে ফিরে যান

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কী কী সুবিধা? জেনে নিন

June 30, 2021 | 2 min read

রাজ্যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

এদিন প্রকল্পের কথা জানাতে গিয়ে মমতা বলেন, ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব, দেশের ভবিষ্যত। বাংলার সম্মান, প্রতিষ্ঠিত করবে এরাই। স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, তার জন্য এই স্কিম।

তিনি জানান, অষ্টমশ্রেণি পর্যন্ত পোশাক, জুতো, ব্যাগ দেওয়া হয়। কন্যাশ্রী দেওয়া হয়। শিক্ষাশ্রী দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। অনলাইনে পড়ার জন্য ট্যাব দেওয়া হয়েছে।

এবার চালু করতে চলেছি স্টুডেন্টস ক্রেডিট কার্ড। সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম। কথা রাখাটাই আমাদের কাজ। উন্নয়ন আমাদের কাজ। 

স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে কী থাকবে?

মুখ্যমন্ত্রী বলেন, ‘স্টুডেন্টস ক্রেডিটকার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারেন্টার হবে রাজ্য সরকার। 

মমতা বলেন, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হবে। 

এছাড়া, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ’৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবে।’

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানান মুখ্য়মন্ত্রী। 

কীভাবে আবেদন করা যাবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল করা হয়েছে। তিনি বলেন, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আজ থেকে পোর্টাল খোলা হল। এগিয়ে বাংলা পোর্টালে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। পাশাপাশি, উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করা যাবে। এছাড়া, ১৮০০১০২৮০১৪ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।’

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানান মুখ্য়মন্ত্রী। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাত্ররা যাতে কোনওরকম হেনস্থার শিকার না হয়, দেখতে হবে। আমরা চাই, আমরা যে সুযোগ পাইনি, তা যেন এখনকার ছাত্রছাত্রীরা পায়।’

তিনি বলেন, ‘সবুজ সাথীর সাইকেল দেওয়া বন্ধ ছিল, তা চালু হবে। ২০২০-র নবম শ্রেণির ৩ লক্ষ, ২০২১-র নবমের ৯ লক্ষ ছাত্রছাত্রীকে নভেম্বরের মধ্যে সবুজ সাথীর ১২ লক্ষ সাইকেল দেবে রাজ্য। ৮ লক্ষ ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ট্যাব কিনতে টাকা দিয়েছে রাজ্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banejee, #student credit card

আরো দেখুন