রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় ভোট ভরাডুবির পর বিজেপির মধ্যে ফাটল আরও স্পষ্ট

July 1, 2021 | 2 min read

মঙ্গলবার বিজেপির (BJP) রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠকে হাজির থাকলেও বক্তার তালিকায় ছিল না তাঁর নাম। অন্যদিকে, বৈঠকে উপস্থিতই ছিলেন না আরও একজন। প্রথমজন বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। দ্বিতীয়জন বিজেপির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ (Shivprakash)। যিনি রাজ্য বিজেপি সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নেতাও। আর মঙ্গলবারের এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই ফের বাংলা ইস্যুকে কেন্দ্র করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে গিয়েছে। অন্তত এমনটাই মনে করছে অভিজ্ঞ মহল। বিজেপির অন্দরের খবর, নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব সামলানোর উদ্যোগও বিশেষ নিচ্ছে না দলের কেন্দ্রীয় পার্টি। কারণ বাংলায় ভোটে ভরাডুবি। যদিও অস্বস্তি এড়ানোর জন্য বিজেপি বুধবার বলেছে, ‘প্ল্যানিংয়ের জন্যই বৈঠক। বক্তব্যের জন্য নয়।’


এ ব্যাপারে এদিন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা ঠিকই। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতির উপরে তো আমার স্থান নয়। নাড্ডাজিই যেখানে নিজের বক্তব্য পেশ করেছেন, সেখানে আমি বক্তার তালিকায় থাকব কেন?’ উল্লেখ্য, মঙ্গলবার দিল্লি থেকে রাজ্য বিজেপির বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। অস্বস্তি থাকলেও বিষয়টির মধ্যে প্রকাশ্যে বিতর্কের কিছুই দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে দিলীপবাবু বলেন, ‘এর মধ্যে বিতর্কের কী আছে? প্ল্যানিংয়ের জন্যই তো বৈঠক। বক্তব্য পেশের জন্য তো মিটিং নয়। শিবপ্রকাশজিও তো ছিলেন না মঙ্গলবারের বৈঠকে। সভাপতি বক্তব্য রেখেছেন। এরপর আর তো কোনও প্রশ্ন উঠতে পারে না।’


দলীয় সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে অস্বস্তি দানা বাঁধছেই। যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে দলীয় লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারেনি এবং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বিধানসভার ভোটে, তাই কেন্দ্রীয় নেতারা বঙ্গ নিয়ে ক্রমশ উৎসাহ হারাচ্ছেন বলেই মত বিজেপি সূত্রের। রাজ্যে দলের ভরাডুবির জন্য বিজেপির নেতা-কর্মীদের একটি অংশ দায়ী করছে দায়িত্বপ্রাপ্ত এই নেতাদেরই। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ এবং অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেই খবর। এই পরিস্থিতিতে ফের প্রশ্ন উঠছে, বাংলা নিয়ে কি একে অপরকে এড়িয়ে যাওয়ার নীতিই নিয়েছেন কৈলাস-শিবপ্রকাশ? যদিও সম্প্রতি দিল্লিতে বিজেপির এক অনুষ্ঠানে পাশাপাশিই বসে থাকতে দেখা গিয়েছিল ওই দুই নেতাকে। যদিও সেই অনুষ্ঠানের সঙ্গে বাংলার কোনও যোগ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal

আরো দেখুন