দেশ বিভাগে ফিরে যান

করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

July 1, 2021 | < 1 min read

করোনার (COVID19) মৃতের পরিবারকে (Deceased Family) আর্থিক সাহায্য (Financial Help) দিতেই হবে— বুধবার কেন্দ্রীয় সরকারকে (Union Govt) এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অশোক ভূষণ (Ashok Bhusan) এবং বিচারপতি এম আর শাহের (MR Shah) বিশেষ বেঞ্চ। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, আর কীভাবে এই ক্ষতিপূরণ করোনায় মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে, তার রূপরেখা তৈরির জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-কে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

বিচারপতিদ্বয় বলেছেন, ‘করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। এই আর্থিক ক্ষতিপূরণ সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া না হলে মনে করা হবে, কেন্দ্র তার দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।’ প্রসঙ্গত, আইনজীবী রীপক কানসাল এবং আইনজীবী গৌরব কুমার বনসালের তরফে করা দু’টি মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। আইনানুযায়ী করোনার মৃতের পরিবার বা নিকটাত্মীয়রা যাতে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ পান, তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়ার দাবি জানিয়েই সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন তাঁরা।

কিন্তু শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, রাজকোষের সামর্থ্যের প্রশ্নেই শুধু নয়, যুক্তিসঙ্গত, আইনসঙ্গত এবং কেন্দ্রীয় তহবিলের সর্বোত্তম ব্যবহারের বিচারেও করোনায় মৃতের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। অতিরিক্ত হলফনামায় কেন্দ্রের তরফে কোভিডকে ‘জীবদ্দশায় একবারই আঘাত হানা বিশ্বব্যাপী মহামারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এর সঙ্গে এনডিআরএফ, এসডিআরএফ বা অন্যান্য ‘সংহত তহবিল’-এর কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়। এরপরই বেঞ্চের তরফে বলা হয়, ক্ষতিপূরণের অঙ্ক সম্পর্কে এখন আর আদালত কিছু নির্দিষ্ট করে দেবে না। স্থির করার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রকেই। কারণ খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থান— এই তিনটি বিষয়ে লক্ষ্য রাখার কাজ সরকারেরই। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Compensation, #union govt, #supreme court

আরো দেখুন