ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার আরও কমল
গত এপ্রিল মাসে ভোটের ভরা বাজারে আচমকাই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের আঁচ পেয়ে রাতারাতি সেই প্রস্তাব ফিরিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় বিরোধীদের তরফে বলা হয়েছিল, ভোট মিটলেই ওই প্রস্তাব কার্যকর করবে কেন্দ্র। সেই আশঙ্কা যে অমূলক ছিল না, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। আজ, বৃহস্পতিবার থেকে সারা দেশে পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে (Indian Postal Payment Bank) সুদের হার কমে হচ্ছে আড়াই শতাংশ। অর্থাৎ, এক লক্ষ টাকা পর্যন্ত আমানত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি পাবেন আড়াই শতাংশ হারে সুদ। অথচ, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা চার শতাংশ হারেই সুদ পাবেন। ডাক বিভাগের ছাতার তলায় থাকা দু’ধরনের সেভিংস অ্যাকাউন্টে কেন সুদের তারতম্য, তা নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, মুদ্রাস্ফীতির ভয়ঙ্কর পরিস্থিতিতে ফের সুদের হার কমিয়ে সাধারণ মানুষের উপর আরও বোঝা চাপাল মোদি সরকার।
ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ২৮ জুন নোটিস দিয়ে আইপিপিবি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অ্যাসেট লায়াবিলিটি কমিটির নীতি অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে পরিবর্তন করা হল। এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে জমা থাকলে আগে ২.৭৫ শতাংশ হারে সুদ পেতেন গ্রাহকরা। বর্তমানে তা কমিয়ে ২.৫ শতাংশ করা হল। এক লক্ষের বেশি টাকা থাকলে আগের মতো ২.৭৫ শতাংশ হারেই সুদ মিলবে। আধিকারিকরা জানিয়েছেন, যদি কারওর সেভিংস অ্যাকাউন্টে দু’ লক্ষ টাকা থাকে, তাহলে তিনি এক লক্ষ টাকার জন্য ২.৫ শতাংশ হারে সুদ পাবেন। বাকি এক লক্ষ টাকার জন্য সুদ পাবেন ২.৭৫ শতাংশ হারে। এই অর্থনৈতিক মন্দার বাজারে বার বার সুদের হার কমায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়বেন। কারণ, ২০১৮ সালে ব্যাপক প্রচারের মাধ্যমে পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের উদ্বোধন ও ক্যাম্প করে অ্যাকাউন্ট খোলার কাজ হয়েছিল।
মূলত গ্রাম ও শহরের গরিব মানুষকে ডিজিটাল ব্যাঙ্কের সুবিধা ও পেপারলেস ব্যাঙ্কিংয়ের অভিজ্ঞতা দেওয়ার কথা ফলাও করে প্রচার করা হয়েছিল। সেই সময় সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ছিল চার শতাংশ। অথচ, গত তিন বছরের মধ্যে ধাপে ধাপে আইপিপিবি’র সেভিংস অ্যাকাউন্ট থেকে ১.৫ শতাংশ সুদ কমানো হল। বর্তমানে সারা দেশে এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তিন কোটির বেশি গ্রাহকের। এমনকী, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এক লক্ষ কিংবা তার বেশি টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলে গ্রাহককে ২.৭ শতাংশ হারে সুদ দেয়। তাহলে আচমকা কী কারণে পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার পোস্ট অফিস বা স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের তুলনায় কমানো হল, তা নিয়ে গ্রাহক মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। শুধু সুদের হার কমিয়েই ক্ষান্ত হয়নি ডাক বিভাগ, আইপিপিবি বেশ কিছুদিন আগেই আধার এনাবলড পেমেন্ট সিস্টেম (APS) ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থায় আইপিপিবিতে অ্যাকাউন্ট থাকা গ্রাহক যে কোনও ব্যাঙ্ক বা কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে টাকা তুলতে পারেন। নতুন নিয়মে বৃহস্পতিবার অর্থাৎ ১লা জুলাই থেকে কোনও গ্রাহক আইপিপিবি ছাড়া অন্য কোনও ব্যাঙ্কে তিন বার টাকা তুললে কোনও চার্জ কাটা হবে না। কিন্তু তিন বারের পর কেউ টাকা তুললে প্রতিবার টাকা তোলার জন্য ২০ টাকা করে কেটে নেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এভাবে একের পর এক বোঝা চাপানোয় সাধারণ মানুষের ক্ষোভের পারদ বাড়তে শুরু করেছে।