নভেম্বরের মধ্যে আরও ১২ লক্ষ পড়ুয়াকে সবুজ সাথীর সাইকেল প্রদান
নভেম্বর (November) মাসের মধ্যে সবুজসাথী প্রকল্পের (Sabooj Sathi Prakalpa) অধীনে আরও ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে।
বুধবার নবান্নে এই সংবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, আমাদের সরকার এ পর্যন্ত এক কোটি ছাত্রছাত্রীকে সাইকেল দিয়েছে। বিধানসভা নির্বাচনের জন্য গত কয়েক মাস আমরা তা দিতে পারিনি। এখন আবার সাইকেল দেওয়ার কাজ শুরু হবে। ২০২০ সালের নবম শ্রেণির ৩ লক্ষ এবং ২০২১ সালের নবম শ্রেণির ৯ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে।
মমতা জানান, সাইকেল এর পাশাপাশি এবার ট্যাব (Tab) দেওয়া হবে। গত বছর ৮ লক্ষ ৭৬ হাজার দ্বাদশ শ্রেণির (12th Standard) ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ১০ হাজার করে দেওয়া হয়েছে। এই বছরও দ্বাদশ শ্রেণির ৮ লক্ষ ৯৪ হাজার ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ওই পরিমাণে টাকা দেওয়া হবে। গত বছর এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী। অনলাইনে পড়াশুনোর সুবিধার জন্য ‘তরুণের স্বপ্ন’ নামে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি।