দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিশ্বভারতীতে লাগামহীন ফি বৃদ্ধি, প্রতিবাদে সরব পড়ুয়ারা

July 1, 2021 | < 1 min read

ফি ছিল মাত্র দেড়শো টাকা। সেখান থেকে একলাফে বেড়ে হয়েছে ১৪০০ টাকা! অভিযোগ, এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) গবেষকদের ফি (Fees)। আর তার প্রতিবাদে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা (Students)। তাঁদের বিক্ষোভ (Protest) ঘিরে দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর। পরে অবশ্য নিরাপত্তারক্ষীদের তৎপরতায় এই অগ্নিগর্ভ পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পড়ুয়ারা নিজেদের দাবিতে অনড়, ফি না কমালে তাঁদের আন্দোলন চলবেই।

মঙ্গলবার দুপুর থেকে ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্যের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গবেষক পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষণারত পড়ুয়াদের পরীক্ষা ও মার্কশিট ইস্যুর জন্য যে ফি ছিল, সেটা প্রায় দশগুণ বাড়ানো হয়েছে। ১৫০ টাকা থেকে বাড়িয়ে তা ১৪০০ টাকা করা হয়েছে। গত বছর থেকে করোনা সঙ্কটের মাঝে এভাবে বারবার এত বেশিমাত্রায় ফি বাড়ালে তা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব না। হাতে পোস্টার, ব্যানার নিয়ে তাঁরা কেন্দ্রীয় অফিসের একটি গেটের বাইরের রাস্তায় ধরনা শুরু করেন।

এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অফিসের সামনের দেওয়ালে সেই পোস্টারগুলি লাগাতে যান। সেখানে ইউনিভার্সিটির নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দিলে বচসা শুরু হয়। সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেখানেই বিক্ষোভকারীরা নিজেদের অবস্থান চালিয়ে যান। বিশ্বভারতীর ছাত্রনেতা সৌমেন সৌ’র দাবি, ”এভাবে করোনার সময়ে গবেষক পড়ুয়াদের ফিজ বাড়ানো হচ্ছে। আগের বছরও ফি বৃদ্ধি হয়েছিল। এই ফি না কমালে ছাত্রদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তারা ছাত্রদের কথা বিবেচনা না করলে আমরাও আন্দোলন চালিয়ে যাব।”

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Fee hike, #Visva Bharati

আরো দেখুন