দেশ বিভাগে ফিরে যান

দেড় বছর পর কারাবাস থেকে মুক্তি পেলেন অখিল গগৈ

July 2, 2021 | < 1 min read

প্রায় দেড় বছর পর মুক্তি পেলেন অখিল গগৈ (Akhil Gogoi)। অসমের (Assam) শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আটক করা হয়েছিল। প্রায় দেড় বছর আটক ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। গত বছর থেকেই গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন তিনি একেবারে মুক্ত মানুষ হিসাবে হাসপাতাল চত্বরে বেরিয়ে আসেন। এনআইএ কোর্ট মুক্তি দিয়েছে তাঁকে।

মুক্তি পাওয়ার পরেও সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘অসমে সিএএ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ শাম স্টাফোর্ডের অভিভাবকদের সঙ্গে প্রথমে দেখা করতে যাব। এরপর কৃষক মুক্তি সংগ্রামের অফিসে যাব। এরপর রাইজোর দলের অফিসে যাব। কাল ভোরবেলা নিজের সংসদ এলাকায় আমি বের হব। এটা আমার কাছে অকল্পনীয় যে সরকারের এত চাপ থাকা সত্ত্বেও আদালত এই ধরণের একটি অবাধ ও সুষ্ঠু রায় দিয়েছে। এটাই প্রমাণ করে যে বিচারব্যবস্থা এখনও স্বাধীন রয়েছে। মানুষের এই বিচার ব্য়বস্থার প্রতি বিশ্বাস থাকা দরকার।’ 

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে গগৈকে গ্রেফতার করা হয়েছিল। সিএএ বিরোধী প্রতিবাদ আন্দোলনে সেই সময় উত্তপ্ত হয়ে উঠেছিল অসম। পুলিশের গুলিতে সেই সময় ৫জন মারাও যান। বলা হয় সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কৃষক নেতা অখিল গগৈ। রাইজোর দলের কার্যকরী সভাপতি ভাস্কো দ্য সইকিয়া বলেন, ‘এই রায়ে আমরা উচ্ছসিত। ’

TwitterFacebookWhatsAppEmailShare

#Akhil Gogoi

আরো দেখুন