কলকাতায় হতে পারে মেসি বনাম রোনাল্ডো ম্যাচ? চেষ্টা করবেন মদন
ফুটবলের শহর’ কলকাতা পেলের খেলা দেখেছে। দেখেছে মারাদোনা, ফোরলান, মেসিকে। এবার কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে? না, আরও একধাপ এগিয়ে বলা ভাল, কলকাতা তার নিজের মাঠে দেখবে রোনাল্ডো বনাম মেসির খেলা? এমনই ইঙ্গিত দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানালেন, ‘আগামী একবছরের মধ্যে মেসি বনাম রোনাল্ডো কলকাতায় করানোর চেষ্টা করব।’
প্রসঙ্গত, মদন মিত্র যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন, তখন তিনি লিওনেল মেসিকে কলকাতায় এনেছিলেন। ২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল। গোটা পৃথিবীর চোখ ছিল কলকাতার দিকে। সেই স্মৃতির কথা বলতে গিয়ে মদন মিত্র বললেন, ‘আজকের মেসিকে যারা দেখছে, এই মেসি হচ্ছে, আজকের মদন মিত্র যেমন, সেই রকম। আমি যে মেসিকে পেয়েছি, কলেজের মদন মিত্র যেমন, সেই রকম। মেসি আসলে যে কী হতে পারে, সে বার দেখেছিলাম। ইউরোপের প্রেস-রা আমায় অনুরোধ করছে, আমরা শুধু ওর প্র্যাকটিসটা লুকিয়ে ছবি তুলবো। ওর মুখ দেখবো না, শুধু পা-টা। আর মেসি বলেছিল, আমার প্র্যাক্টিস যেন কেউ না দেখে। ও প্রথমে ঢুকেই বলেছিল, এত ভাল ড্রেসিং রুম ইউরোপে নেই। দ্য বেস্ট ড্রেসিং রুম ইন দ্য ওয়ার্ল্ড।’
মেসির সম্পর্কে বলতে গিয়ে স্মৃতি হাতড়ে কামারহাটির বিধায়ক জানালেন, ‘আমার যেটা মনে হয়েছে মেসিকে দেখে, মেসির একটু ইরিটেশন আছে। চট করে ইরিটেডেট হয়ে যায়।’ এরপরেই মদন মিত্র সংযোজন, ‘এই মুহূর্তে বাংলায় যা স্টেডিয়াম আছে, এরা যদি মনে করে, মেসি বনাম নেইমার কিংবা রোনাল্ডো বনাম মেসি একটা করাই যাবে কলকাতায়। আমি চেষ্টা তো করতেই পারি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় খেলার জন্য যে টাকা বরাদ্দ করেছেন, যে ভাবে খরচ করেছেন, এবং ক্লাবগুলো যে ভাবে উত্সাহ দিয়েছেন, ভাবা যাই না।”