কলকাতা বিভাগে ফিরে যান

সেঞ্চুরির আরও কাছে পেট্রল, কলকাতায় ৯৯ পেরোল দাম!

July 2, 2021 | 2 min read

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির একদিনের মধ্যে ফের বড়সড় ধাক্কা জ্বালানি গ্যাসে। একদিনে লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ল ৪০ টাকা। ফলে প্রথমবার শহর কলকাতায় (Kolkata) জ্বালানি তেলের মূল্য পেরিয়ে গেল ৯০ টাকার গণ্ডি। তবে, পেট্রলের দাম বাড়লেও এদিন নতুন করে ডিজেলের দাম বাড়েনি। সেটাই যা স্বস্তি।

দেশের একাধিক বড় শহরে পেট্রলের দাম ১০৫ টাকার গণ্ডিও পেরিয়ে গিয়েছে। রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে কার্যত গোটা রাজ্যেই পেট্রল বিকোচ্ছে লিটারপ্রতি ১০০ টাকার বেশি দলের। এমনকী এরাজ্যের একাধিক জায়গাতেও জ্বালানি তেলের দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে। এবার কলকাতাও সেদিকেই এগোচ্ছে। শুক্রবার ৪০ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম হয়েছে ৯০ টাকা ৪ পয়সা প্রতি লিটার। দেশের অন্যান্য মহানগরগুলির মধ্যে মুম্বইয়ে জ্বালানি সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে। বাণিজ্যনগরীতে আজ পেট্রলের দাম লিটারপ্রতি ১০৫ টাকা ২৪ পয়সা। চেন্নাইয়েও প্রথমবার পেট্রলে সেঞ্চুরি পেরিয়েছে দাহ্য তেল। রাজধানী দিল্লিতে পেট্রল (Petrol) বিকোচ্ছে লিটারপ্রতি ৯৯ টাকা ১৬ পয়সা দরে। তবে এদিন দেশের চার মহানগরেই অপরিবরতিত ডিজেলের দাম। কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ডিজেল (Diesel) বিকোচ্ছে যথাক্রমে ৯২ টাকা ৩ পয়সা,৮৯ টাকা ১৮ পয়সা, ৯৬টাকা ৭২ পয়সা এবং ৯৩ টাকা ৭২ পয়সা।

প্রসঙ্গত, জ্বালানি তেলের উপর আলাদা আলাদাভাবে শুল্ক বসায় কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যের তুলনায় অনেকটাই বেশি কেন্দ্রের বসানো অন্তঃশুল্ক ও কর। করোনার প্রথম ধাক্কা আসার পরপরই কেন্দ্র জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক অনেকটা বাড়িয়েছিল। যা পরে আর কমানো হয়নি। বরং বেড়েছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তেমন বেশি না হওয়া সত্ত্বেও দিন দিন বেড়েই চলেছে জ্বালানির। একদিকে করোনা (Coronavirus) মহামারীতে বিপর্যস্ত জীবন। অন্যদিকে কাজ হারিয়ে পেটের টান। দেশের আমজনতা যখন আর্থিক দিক থেকে খাদের কিনারে, তখনও জ্বালানির দাম বাড়ছে হু হু করে। অথচ, সরকার নির্বিকার। প্রশ্ন উঠছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অজুহাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দায়িত্ব কি ভুলে গিয়েছে সরকার? আশ্চর্যজনকভাবে এসব নিয়ে বিরোধীরাও বিশেষ উচ্চবাচ্য করছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Petrol Price Hike

আরো দেখুন