কলকাতা বিভাগে ফিরে যান

উস্কানিমূলক সংলাপের জের, জিজ্ঞাসাবাদের জন্য মিঠুনকে তলব মানিকতলা থানার

July 3, 2021 | < 1 min read

ভোট প্রচারে সিনেমার উস্কানিমূলক সংলাপ বলার অভিযোগ। জিজ্ঞাসাবাদের জন্য ফের মিঠুন চক্রবর্তীকে তলব। মহাগুরুকে তলব করল মানিকতলা থানার পুলিস।

এর আগে তিন দফায় মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। আজ ফের তাঁকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিস। তবে, পূর্বনির্ধারিত কাজ থাকায় মিঠুন চক্রবর্তী আজকের জিজ্ঞাসাবাদে যোগ দিতে পারবেন না বলেই সূত্রের খবর। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিজেপির হয়ে এ রাজ্যে প্রচারের ব্যাটন হাতে তুলে নেন মহাগুরু। একাধিক সমাবেশ, রোড শো করেন তিনি। সমর্থকদের উদ্দেশে বলেন তাঁর সিনেমার বিভিন্ন বিখ্যাত সংলাপ।

তবে সেই সংলাপই বিপদ ডেকে আনে। অভিনেতার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। মানিকতলা থানায় FIR দায়ের হয়। সেই FIR খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে যান মিঠুন চক্রবর্তী। তবে তাঁর আবেদন খারিজ হয়। বরং তাঁকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদে যোগ দেওয়ার নির্দেশ দেয় আদালত।       

TwitterFacebookWhatsAppEmailShare

#Mithun chakraborty, #maniktala thana

আরো দেখুন