এবার কেরোসিনের দামও বাড়িয়ে দিল মোদি সরকার
রান্নার গ্যাসের (Cooking Gas) সঙ্গে রেশনে (Ration) সরবরাহ করা কেরোসিনের (Kerosene) দাম বাড়ানো (Price Hike) অব্যাহত রেখেছে কেন্দ্রীয় সরকার (Union Govt)। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা প্রতি মাসে কেরোসিনের যে সরবরাহ মূল্য ধার্য করে, তার ভিত্তিতে খুচরো বিক্রয়মূল্যের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য খাদ্যদপ্তর। কলকাতা ও সল্টলেক এলাকায় জুলাই মাসে প্রতি লিটার কেরোসিনের বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে ৪৩ টাকা ৭৮ পয়সা।
জুন মাসে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ৪১ টাকা ৯৩ পয়সা। প্রতি লিটারে দাম বেড়েছে ১ টাকা ৮৫ পয়সা। পরিবহণ খরচের পার্থক্য থাকার কারণে বিভিন্ন জেলায় কেরোসিনের দাম কিছুটা কম-বেশি হয়।
এমনিতেই কলকাতায় পেট্রল-ডিজেলের দামবেড়ে ১০০ ছুঁইছুঁই। বেড়েছে রান্নার গ্যাসের দামও। স্বাভাবিকভাবেই এই দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে এবং নিম্ন ও মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেরোসিনের দাম বাড়ায় আরও বিপাকে পড়ল সাধারণ মানুষ।