উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

৫ লক্ষ লালার নমুনা পরীক্ষা করে দেশে নজির গড়ল উত্তরবঙ্গ ভিআরডিএল

July 3, 2021 | < 1 min read

পাঁচ লক্ষ লালার নমুনা পরীক্ষা করে দেশে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (NBMCH) ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি (ভিআরডিএল) (VRDL)। বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)- (ICMR) এর পোর্টালে পাঁচ লক্ষ নমুনা পরীক্ষার রেকর্ড স্পর্শ করেছে এই ভিআরডিএল। এখনও নমুনা পরীক্ষার প্রচুর রিপোর্ট আপলোডের কাজ বাকি রয়েছে। শুক্রবার পর্যন্ত পাঁচ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

নাইসেড এবং এসএসকেএমের ভিআরডিএলকে অনেকটাই পিছনে ফেলে ওই কৃতিত্ব অর্জন করেছে উত্তরবঙ্গ মেডিকেলের ভিআরডিএল। এজন্য ভিআরডিএল এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নামবলম ও উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওএসডি) ডাঃ সুশান্ত রায়।

মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ অরুনাভ সরকার এবং ভিআরডিএল ইনচার্জ ডাঃ শান্তনু হাজরা জানিয়েছেন, চিকিৎসক ও কর্মীদের সহযোগিতায় এই মাইলস্টোন ছোঁয়া সম্ভব হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saliva test, #NBMCH, #VRDL, #North Bengal

আরো দেখুন