রাজ্য বিভাগে ফিরে যান

করোনা সংক্রান্ত পরীক্ষার খরচের উর্ধ্বসীমা বেঁধে দিল স্বাস্থ্য কমিশন

July 3, 2021 | < 1 min read

দু’টি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে শুক্রবার করোনা (COVID19) সংক্রান্ত বিভিন্ন রোগ ও রক্তপরীক্ষার খরচের উর্ধ্বসীমা বেঁধে দিল কমিশন (Health Commission)। অন্যদিকে, করোনা ও ‘নন করোনা’ চিকিৎসায় নানা খামতি ও গাফিলতির জন্য আটটি ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। এর মধ্যে চারটি ঘটনায় ভুক্তভোগীরা অল এশিয়া মেডিক্যাল ইনস্টিটিউটের রোগী। অলক দাশগুপ্তের ক্ষেত্রে ৪৮ হাজার ১৯০ টাকা, নিকোলাস রিকসনের ক্ষেত্রে ২৫ হাজার ১০০ টাকা ও মন্দিরা বিশ্বাসের বাবা ও মায়ের চিকিৎসায় ১৪ হাজার ১২৫ টাকা ও ৫২ হাজার ১৭৮০ টাকা ক্ষরিপূরণ দেওয়া হয়েছে। কমিশনের মধ্যস্থতায় বি পি পোদ্দার হাসপাতাল অরবিন্দকুমার মিশ্র নামের এক রোগীর ক্ষেত্রে বিল থেকে এক লক্ষ টাকা ফেরত দিয়েছে। এছাড়া সবিতা দেব নামে এক রোগীর ক্ষেত্রে ১৯ হাজার টাকা, মানিক গঙ্গোপাধ্যায় নামে আর এক রোগীর ক্ষেত্রে ৫০ হাজার টাকা ও প্রতুল মুখোপাধ্যায় নামে আরও এক রোগীর ক্ষেত্রে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। মানিকবাবু এবং সবিতাদেবীর ঘটনায় আর ফ্লেমিং হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাইতেও বলা হয়েছে।


কো-মর্বিডিটি যে কোভিড আক্রান্তদের অনেককেই মৃত্যু পর্যন্ত পৌঁছে দিয়েছে, তা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই ভবিষ্যতের কথা ভেবে এবার রাজ্য প্রশাসন সংক্রামক নয়, এমন রোগ নিয়ন্ত্রণেও জোর দিতে চলেছে। এই লক্ষ্য পূরণে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্য ও জেলাস্তরে তৈরি হয়েছে দ্বিস্তরীয় কমিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Covid Test, #cost, #health commission

আরো দেখুন