৩ মাস বেড়ে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ কার্যকর হল ১ জুলাই থেকে
ষষ্ঠ বেতন কমিশনের(6th pay commission) মেয়াদ আবার বাড়াল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার(West Bengal Govt)। শুক্রবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান-সহ প্রত্যেক সদস্যের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। এবং তা কার্যকর হয়েছে গত ১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে।
খবর, কমিশনের মেয়াদ বাড়ানো হলেও বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে না। বরং সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা, ছুটির বিষয় এবং বর্তমানে কোন দফতরে কত কর্মী রয়েছেন আর কত কর্মীর প্রয়োজন— এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
গত ২০১৫ সালের ২৭ নভেম্বর গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। এই কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার।