রাজ্য বিভাগে ফিরে যান

ভগবানপুরে তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

July 4, 2021 | < 1 min read

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় দিকে দিকে যখন অভিযুক্ত তৃণমূল তখন পালটা বিজেপির (BJP) বিরুদ্ধে অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে (BHagbanpur)। অভিযোগ, সেখানে তৃণমূলকর্মীদের (Trinamool) বাড়িতে তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিধানসভা ভোটের আগেও তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এই ভগবানপুর।

রাজ্যে ভোটের ফল প্রকাশের পর থেকে জেলায় জেলায় আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিজেপি কর্মীদের। অন্তত এমনই অভিযোগ রাজ্যের বিরোধী দলের। এবার তেমনই হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বুধবার থেকেই ভগবানপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে বিজেপি। রবিবার সেই অশান্তি চরম আকার নেয়। একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় ১৫০-টির বেশি বোমা পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নির্দেশে এই হামলা চলেছে। ভোটের পর থেকেই এলাকায় অশান্তি চলছে। ১০০টির বেশি বাড়ি ভেঙেছে বিজেপি। তৃৃণমূল নেতা তরুণ জানা জানিয়েছেন, এই অভিযোগে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হবেন দলীয় কর্মী-সমর্থকরা।

বিধানসভা নির্বাচনের প্রচারে ভগবানপুর ২ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি। অভিযোগ তৃণমূল ও বিজেপির মিছিল মুখোমুখি এসে পড়লে বিজেপি প্রার্থীর ওপর হামলা চালায় তৃণমূলি দুষ্কৃতীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #bjp, #Bhagbanpur

আরো দেখুন