রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দুর গড়েই ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগের হিড়িক নন্দীগ্রামে

July 4, 2021 | < 1 min read

শুভেন্দুর (Suvendu Adhikary) গড়ে বিজেপিতে (BJP) বড়সড় ভাঙন! বিজেপি ছেড়ে তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে নিলেন নন্দীগ্রামের গেরুয়া শিবিরের কয়েকশো নেতা-কর্মী। রবিবার সকাল থেকেই দফায় দফায় চলছে দল বদলের পালা। বিরোধী দলনেতার গড়ে এ ভাবে দল ভাঙায় অস্বস্তিতে পদ্ম শিবির।


জানা গিয়েছে, এ দিন বিজেপি ছেড়ে যারা তৃণমূলে যোগ দেন, তাদের বেশিরভাগই বিজেপির পুরনো নেতা কর্মী। তৃণমূল নেতৃত্বের দাবি, লের ওপর বীতশ্রদ্ধ হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন তাঁরা।


বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেস থেকেও নেতা কর্মীরা এ দিন শাসকদলে যোগ দেন বলে সূত্রের খবর। নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃনমুল পার্টি অফিসে আজ এই যোগদান পর্ব প্রতিবেদ প্রকাশের সময়েও চলছে। যদিও দলের পুরনো কর্মী এবং স্থানীয় নেতারা তৃণমূলে যোগ দিলে, তাতে গুরুত্ব দিচ্ছে নারাজ বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Suvendu Adhikary, #bjp, #tmc, #Trinamool Congress

আরো দেখুন