খেলা বিভাগে ফিরে যান

কোপার শেষ চারে কলম্বিয়া

July 4, 2021 | < 1 min read

গ্রুপের ৪ ম্যাচের ২টিতে জয় তুলে নেয় উরুগুয়ে (Uruguay), ১টি ম্যাচ ড্র করে এবং একটি ম্যাচ হারে। অন্যদিকে কলম্বিয়া (Colombia) গ্রুপের চার ম্যাচের ১টি জেতে, একটি ড্র করে ও ২টি ম্যাচে পরাজিত হয়। এবার সেমিফাইনালের টিকিট অর্জনের লক্ষ্যে সম্মুখসমরে নামে উরুগুয়ে ও কলম্বিয়া।

পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে উরুগুয়েকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয় কলম্বিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Colombia, #Copa America, #Uruguay

আরো দেখুন