দেশ বিভাগে ফিরে যান

দাড়ির সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি, রাফাল ইস্যুতে মোদীকে বিঁধলেন কল্যাণ

July 4, 2021 | < 1 min read

এর আগে রাজ্য়পাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) নিশানা করে একেবারে কড়া আক্রমণ শানিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। একবার নয় বারবার। এনিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি।তবু হাল ছাড়েননি। এবার সেই কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের নিশানায় খোদ নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রী। এবার রাফাল বিতর্ক (Rafale Scam) ইস্যুতে মুখ খুললেন কল্যাণ। সরাসরি বাক্যবাণ মোদীকে নিশানা করে।

রবিবার তৃণমূল সাংসদ বলেন, ‘খালি দেখতে থাকুন, রাফাল কেন আরও কতশত দুর্নীতির খবর এবার আসবে এক এক করে। মোদীর দাড়ি যত বাড়ছে তত করাপশানও পাল্লা দিয়ে বাড়ছে। যতরকম অপরাধ, করাপশান আছে বিজেপি তার মাস্টারমাইন্ড। দুর্নীতিগ্রস্ত একটা সরকার। রাফাল চুক্তি প্রসঙ্গে সাংসদ বলেন, আমরা চাই ফ্রান্স সরকার এর তদন্ত করুক। তাহলেই তো সামনে আসবে আসল গল্প। এর সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হোক। ২০২৪ সালের পর আর মোদী সরকার থাকবে না। ওদের কেনা গোলাম হয়ে সিবিআইও আর বাঁচতে পারবে না।’ 

প্রসঙ্গত রাফাল চুক্তি নিয়ে বার বারই অস্বস্তিতে পড়েছে মোদী সরকার। কংগ্রেসও বার বার রাফাল চুক্তি প্রসঙ্গে মোদীকে নিশানা করে তির ছুঁড়েছেন। চৌকিদার চোর হ্যায় বলে বার বার সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এবার রাফাল প্রসঙ্গে কল্যাণের  নিশানায় মোদী। তবে এবার এর সঙ্গেই দাড়ির প্রসঙ্গও টেনে আনলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Kalyan Banerjee, #Rafale Scam

আরো দেখুন