দেশ বিভাগে ফিরে যান

কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ কার্যকর, দাবি ভারত বায়োটেকের

July 4, 2021 | < 1 min read

করোনা টিকা হিসেবে কোভ্যাক্সিনের অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) (WHO)। তাই নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই কোভ্যাক্সিনের (Covaxin) হয়ে সওয়াল করল ভারত বায়োটেক। কোভ্যাকসিনের নির্মাতা সংস্থা দাবি করেছে, কোভ্যাক্সিন সব মিলিয়ে ৭৭.৮ শতাংশ পর্যন্ত সফল।


এছাড়া সম্প্রতি করোনার নয়া স্ট্রেইন ডেল্টার বিরুদ্ধেও কোভ্যাক্সিন ৬৫.২ শতাংশ পর্যন্ত সফল বলে উল্লেখ করেছে ভারত বায়োটেক। আইসিএমআর এবং পুনের এনআইভির সহযোগিতায় কোভ্যাক্সিন নির্মাণ করেছে ভারত বায়োটক। করোনা ভাইরাসের মোকাবিলায় ভাইরাসের তৃতীয় দফার ট্রায়াল হয়ে গিয়েছে। তবে ভারতের মৌলিকভাবে নির্মিত সেই ভ্যাকসিন নিয়েই সম্প্রতি নানা সমালোচনা শুরু হয়েছে। হু অনুমোদন না দেওয়ার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন অনেকেই। এদিন এক বিবৃতি পেশ করে ভারত বায়োটেক জানিয়েছে, নানা বিশ্লেষণে দেখা গিয়েছে, ‘কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ পর্যন্ত সফল।’

এছাড়া তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর দেখা গিয়েছে, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। এব্যাপারে ভারত বায়োটেকের চেয়ারম্যান ও এমডি ডাঃ কৃষ্ণা এলা বলেন, কোভ্যাক্সিন নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই ভ্যাকসিনের সাফল্যই বিশ্ব দরবারে ভারতের স্বাস্থ্য পরিষেবাকে তুলে ধরবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covaxin

আরো দেখুন