রাজ্য বিভাগে ফিরে যান

‘বেকাবু’ পেট্রলের দাম, ‘মোদীবাবু’ কে বিঁধল তৃণমূল

July 4, 2021 | 2 min read

প্রতীকী ছবি

এক অতিমারীতে রক্ষে নেই, মূল্যবৃদ্ধি দোসর। জ্বালানির মূল্যবৃদ্ধিতে দিশেহারা আমজনতা। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পেট্রলের (Petrol) দাম সেঞ্চুরি টপকে গিয়েছে। কলকাতাতেও দাম একশো ছুঁইছুঁই। তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে খুচরো বাজারেও। বিভিন্ন পণ্য কিনতে গিয়ে হাতে ছেঁকা লাগছে গৃহস্থের।

আর এই ইস্যুকে অস্ত্র বানিয়ে বিজেপিকে ঘায়েল করতে সোশ্যাল মিডিয়ায় সরব হল তৃণমূল। টুইটারে ভাইরাল হল #ModiBabuPetrolBekabu হ্যাশট্যাগ। মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের নেতা, মন্ত্রীরা।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, ‘জ্বালানির দামের ঐতিহাসিক বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের অন্যান্য দুর্দশা বাড়াতে বিজেপি সরকার কঠোর পরিশ্রম করছে। মানুষের দাবি উপেক্ষা করা হচ্ছে।’

দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) লেখেন, ‘প্রতিবারই নরেন্দ্র মোদী নাটকের মাধ্যমে দেশবাসীকে ঝাঁকিয়ে দিয়ে যান। পেট্রলের দাম যখন আকাশছোঁয়া তখন তিনি কোথায় আত্মগোপন করেছেন? নতুন কোন বক্তৃতার প্রস্তুতি নিচ্ছেন?’

মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) লেখেন, ‘আমার মনে আছে ২০২০ তে পেট্রোলের দাম পর পর ১৭ দিন বেড়েছিল। এক বছরের মধ্যে তা দেশের বিভিন্ন শহরে ১০০ ছাড়িয়েছে। নরেন্দ্র মোদী দয়া করে আপনার সু-উচ্চ ঘোড়া থেকে নেমে মানুষের দুর্দশার দিকে মন দিন।’

মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) গত ১০ দিনের পেট্রলের দামের একটি তালিকা পোস্ট করেন। সাথে লেখেন, ‘গত দশদিনে পেট্রলের দামে লাগাতার বৃদ্ধির সাক্ষী কলকাতা। ১০০ ছুঁয়েছে দাম। অন্যান্য শহরে তাও ছাড়িয়ে গেছে। এটাই কি আচ্ছে দিন?’

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) লিখেছেন, ‘পেট্রলের দামে এই লাগাতার বৃদ্ধি দেখে মনে হচ্ছে সরকারকে মনে করাতে হবে যে এই রেকর্ড ভাঙা তাদের কাজ নয়। সরকারের কাজ মানুষের সেবা করা তাদের দাবি- দাওয়া মেটানো।’

মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) লেখেন, ‘দেশের মানুষকে সমস্যায় ফেলাই নরেন্দ্র মোদীর অভ্যাসে পরিণত হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি তারই মধ্যে একটি।’

সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) লেখেন, ‘অমিত মালব্যও কি এই সমস্যায় পড়তে পারেন? নাকি নরেন্দ্র মোদী তাঁকে পিএম কেয়ারস লুঠের টাকায় সুখে স্বাচ্ছন্দে রাখছেন? পেট্রলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপির ‘সেবা’ নাটক আরও দৃঢ় হবে।’

দলের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) লেখেন, ‘নরেন্দ্র মোদী জনতাকে যেন তেন প্রকারেন লুঠ করতে চাণ। পেট্রলের দাম ১০০ ছাড়িয়েছে। কিন্তু শীর্ষ নেতারা সে বিষয়ে চুপ। এমনকি কুমিরের কান্নাও শোনা যাচ্ছে না।’

মন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary) নরেন্দ্র মোদীর ২০১২ সালের একটি টুইটকে কোট টুইট করেছেন। সেই টুইট মোদী পেট্রলের দাম বাড়ার জন্যে কংগ্রেস সরকারের সমালোচনা করেছিলেন। মনোজ লেখেন, ‘পেট্রলের এই মূল্যবৃদ্ধি বিজেপি সরকারের পরাজয়। অতিমারী কালে এই মূল্যবৃদ্ধি মানুষের জন্যে দুর্দশার কারণ হয়ে উঠছে। কিন্তু প্রধানমন্ত্রী চুপ।’

রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir) টুইট করে লিখেছেন এটা কি কোনও কৌতূক?

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #Petrol Price Hike, #Narendra Modi

আরো দেখুন