দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

এবার সাংসদ জগন্নাথ সরকারের পাশের গ্রামেই বিজেপিতে ভাঙন

July 5, 2021 | < 1 min read

সাংসদের পাশের গ্রামেই ভাঙন। এবার BJP সাংসদ জগন্নাথ সরকারের পাশের গ্রামের একাধিক বাসিন্দা যোগ দিলেন তৃণমূলে। রবিবার যোগদানের দিন গ্রামে ছিল উৎসবের মেজাজ।

একুশের ফলাফল ঘোষণার পর BJP-তে ভাঙন অব্যাহত। শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নিমতলাপাড়া দীর্ঘদিন বামেদের অটুট দুর্গ ছিল। কিন্তু সেই শক্ত ঘাঁটিতে ভাঙন ধরাতে সক্ষম হন জগন্নাথ সরকার। সাংসদের পাশের পাড়ার বাসিন্দাদের মুখেই এখন BJP বিরোধী সুর। এদিন শান্তিপুর ব্লকের সহ-সভাপতি, অঞ্চল সভাপতি উত্তম বিশ্বাস, শান্তিপুর ব্লক সভাপতি কানাই সাহা, স্থানীয় প্রধানের স্বামী অরবিন্দ সন্ন্যাসীর উপস্থিতিতে চলে যোগদান কর্মসূচি।

যোগদাানকারীদের কথায়, বহুদিন ধরে উপেক্ষিত এই গ্রাম। সাংসদ জয়লাভের উন্নয়নেের আশা করেছিলাম। কিন্তু তিনি সেই আশাপূরণ করতে সক্ষম হয়নি সাংসদ। তাই তাঁরা BJP ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। এদিকে গ্রামের এক মহিলা সাবিত্রী মুণ্ডা জানান, আমাদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ। কিন্তু এখনও ঘর পাইনি। তাই এই যোগদান। সাংসদের পাশের পাড়ায় এই ভাঙন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কৃষ্ণনগরে BJP-তে বড়সড় ভাঙন ধরে। মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন স্থানীয় BJP নেতা অরূপ রায় সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা-কর্মী। জেলা রাজনৈতিক মহলের একাংশের কথায়, মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণনগরে BJP-র সংগঠনে ভাঙন ধরা শুরু হয়েছিল। এবার ধীরে ধীরে জেলা থেকে BJP নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Nadia

আরো দেখুন