গরীব কল্যাণেও মাইলেজ চাই বিজেপির, রেশন সামগ্রীর প্যাকেটে থাকতে হবে পদ্মের ছাপ? জারী নির্দেশ
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PM Garib Kalyan Anna Yojana) থেকে রাজনৈতিক মাইলেজ পেতে মরিয়া বিজেপি (BJP)। সেই লক্ষ্যে দলের সুস্পষ্ট বার্তা গেল বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশ, রেশন বণ্টন কেন্দ্রগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে ব্যানার টাঙাতে হবে। সেখানে রাখতে হবে সেই রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীর ছবিও। শুধু তাই নয়, রেশন সামগ্রী দেওয়ার ব্যাগে রাখতে হবে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুলের ছবি।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছেন, গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশনের এই কর্মসূচির মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। এই ঘোষণার পরই বিজেপি শাসিত রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সেই চিঠিতেই বিনামূল্যে রেশন বণ্টনের এই প্রকল্প নিয়ে ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গেই কীভাবে প্রচার চলবে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। রেশন দোকানে বাইরে যে ব্যানার ঝোলানোর কথা বলা হয়েছে, তার নকশা তৈরি হয়েছে বিজেপির দিল্লির দপ্তরে। বিজেপির বিধায়ক, সাংসদ ও পদাধিকারীদের বলা হয়েছে, রেশন সমগ্রী দেওয়ার ব্যাগে যাতে পদ্মফুলের ছবি থাকে, তা নিশ্চিত করতে হবে। যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই, সেখানেও এই ধরনের ব্যাগের ব্যবস্থা করতে বলা হয়েছে দলীয় নেতাদের।