নিশানায় বিজেপি সরকার, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল
বেশ কয়েক দিন ধরে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করছে তৃণমূল (TMC)। এ বার প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তারা। আগামী ১০ ও ১১ জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ দেখানো হবে বলেই জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার বিকালে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকেই এই কর্মসূচির কথা জানান পার্থ। তিনি বলেন, ‘‘দেশ জুড়ে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের যে ভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তা আগে কোনও দিন দেখা যায়নি। অথচ এই বিষয়ে কেন্দ্রের কোনও হেলদোল নেই। আমরা এর আগেও অনেক বার অভিযোগ জানিয়েছি। আগামী দিনেও জানাব। ১০ ও ১১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক, প্রতিটি টাউনে বিক্ষোভ দেখাবে তৃণমূল।’’
করোনা পরিস্থিতিতে কোভিড বিধি মেনেই প্রতিবাদ জানানো হবে বলেও জানিয়েছেন পার্থ। তিনি বলেন, ‘‘সব রকমের কোভিড বিধি আমরা মেনে চলব। কোভিড বিধি মেনেই প্রতিবাদ করব আমরা।’’