রাজ্য বিভাগে ফিরে যান

প্রতিবছর ‘খেলা হবে দিবস’ পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

July 6, 2021 | < 1 min read

২০২১ বিধানসভা ভোটে ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান সুপারডুপার হিট হয়ে যায়। এই স্লোগান নিয়ে গানও তৈরি করা হয়েছিল ভোটের আগে। এমন কী ভোট শেষ হয়ে যাওয়ার পরেও মানুষের মুখে মুখে ঘুরছে ‘খেলা হবে’ স্লোগানটি। সরকার গঠনের পর সেই স্লোগান এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের একটি নতুন প্রকল্পের নাম। খেলার উন্নতির স্বার্থেই প্রকল্পটি তৈরি করা হয়েছে। মূলত বাংলার ফুটবলকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে, ফুটবলের (Football) প্রতি আগ্রহ বাড়ানোই লক্ষ্য প্রকল্পটির।

এবার এই স্লোগানের পেটেন্ট দাবি করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বছরের একটি বিশেষ দিনে পালন করা হবে খেলা হবে দিবসও। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বাংলার ফুটবল ক্লাবগুলিকে ৫০ হাজার ফুটবল বিতরণ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #khela hobe

আরো দেখুন