নরেন্দ্র মোদীর প্রশংসায় নিউইয়র্ক টাইমসের সম্পাদক? জানুন আসল ঘটনা
দাবি
সম্প্রতি একটি মেসেজ সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। যেখানে নিউইয়র্ক টাইমস সংবাদ পত্রের মুখ্য সম্পাদক জোসেফ হোপ (joseph hope) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিদেশ নীতির প্রশংসা করেছেন। মেসেজটিতে বলা হয়, ‘নরেন্দ্র মোদী হিন্দু প্রধান এই দেশকে স্বনির্ভর, জাতীয়তাবাদী করে তুলতে সক্ষম হয়েছেন। নরেন্দ্র মোদীর লক্ষ্য ভারতকে উন্নততর করে তোলা। এভাবেই চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভারত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠবে।’ ডানপন্থীদের বেশ সমর্থন পায় পোস্টটি।
সত্যতা
মেসেজটি ভুয়ো। জোসেফ হোপ নামে ওই সংবাদপত্রে কোন কর্মচারী নেই। ইমেল মারফৎ একটি ব্যাখ্যায় নিউইয়র্ক টাইমস মেসেজটিকে সাজানো বা বানানো বলেছে। সংবাদ পত্রের যোগাযোগ পরিচালক নিকোল টেলর জানিয়েছেন মেসেজটি ভুয়ো। নিউইয়র্ক টাইমসের সম্পাদক ডিন ব্যাকে। সংবাদ পত্রের ওয়েবসাইটেও সম্পাদক হিসেবে ডিন ব্যাকের নামই লেখা রয়েছে। সুতরাং মেসেজটি ভুয়ো।