রাজ্য বিভাগে ফিরে যান

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যেও মোদী বিরোধী কর্মসূচি কৃষক সমন্বয় কমিটির

July 6, 2021 | < 1 min read

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে গোটা দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। স্বাভাবিকভাবে এই দুর্ভোগ থেকে বাদ যাচ্ছেন না কৃষকরাও। ডিজেলের দাম হু হু করে বাড়তে থাকায় চাষের খরচ নিয়ে মাথায় হাত পড়েছে তাঁদের।

মোদী সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সর্বভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি (krishak sangram coordinating committee) দেশজুড়ে প্রতিবাদে নামছে। সেই কর্মসূচি থেকে বাদ যাচ্ছে না বাংলাও। সোমবার কমিটির রাজ্য শাখার নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এরাজ্যেও ৮ তারিখ সমস্ত ব্লকে বিক্ষোভ মিছিল ও মিটিং করবে।

এক‌ইভাবে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সংসদের বাদল অধিবেশন চলাকালীন ২২ জুলাই গ্রামবাংলা জুড়ে অনুরূপ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ওইদিন মোদীবিরোধী আন্দোলনে ঝাঁপাবে ৫০০ কৃষক সংগঠনের যৌথ মঞ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Petrol Price Hike, #krishak sangram coordinating committee

আরো দেখুন