দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ফ্লপ শো লকেটের বৈঠক? এল না সিংহভাগ শ্রমিক সংগঠনই

July 6, 2021 | < 1 min read

হুগলির শ্রমিকমহলে গুরুত্ব হারাচ্ছে বিজেপি। অন্তত শ্রমিক মহল্লার হাবেভাবে সেই ইঙ্গিতই মিলছে। সোমবার হুগলির বলাগড়ের কোশোরাম রেয়ন কারখানার শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু একটি ছাড়া কোনও শ্রমিক সংগঠনই বিজেপি (BJP) সাংসদের সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখায়নি। শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, কেবলমাত্র বিএমএস-এর সদস্যরা বৈঠকে এসেছিলেন। স্থানীয় সাংসদ ও কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্যনেত্রীর বৈঠক এভাবে বয়কট করা বিশেষ রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রীতিমতো খবর দিয়ে এদিনের বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু যাবতীয় শ্রমিক সংগঠনের অনীহা সেই উদ্যোগে জল ঢেলে দিয়েছে।

এদিকে, একাধিক শ্রমিক সংগঠন দাবি করেছে, সম্প্রতি বন্ধ হওয়া ওই কারখানা নিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী নিজে বৈঠক করেছেন। তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সভাপতিও সমস্ত শ্রমিক সংগঠনকে নিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সব শ্রমিক সংগঠনের নেতৃত্বই ছিল। সেখানে ইতিবাচক আলোচনা হয়েছে। ফলে আর আলোচনার প্রয়োজন নেই। পাশাপাশি রাজ্যের শাসকদল কারখানা বন্ধ হওয়ার পরপরই উদ্যোগ নিয়েছিল। আর বিজেপি নেত্রী অনেক দেরিতে উদ্যোগ নেওয়ার কারণেও ক্ষোভ তৈরি হয়েছে। বিজেপির যুব মোর্চার নেতা সুরেশ সাউ অবশ্য বলেন, তৃণমূলের চাপে শ্রমিক সংগঠনগুলি আমাদের বৈঠকে আসেনি। আর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকাই লাগে। লকেট চট্টোপাধ্যায়রা কতটা শ্রমিকদরদী তার ইঙ্গিত দেশজুড়েই পাওয়া যাচ্ছে। সঙ্ঘের শ্রমিক সংগঠনও দেশব্যাপী বিজেপির বিরোধিতা করতে নেমেছে। শ্রমিকরা নিজেদের ভালোমন্দ জানেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hoogly, #bjp, #Locket Chatterjee

আরো দেখুন