প্রাথমিক শিক্ষকতার টেট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তিতে রাজ্য
প্রাথমিক শিক্ষকতার টেট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তিতে রাজ্য (West Bengal)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই সোমবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে কয়েকজন পরীক্ষার্থীর আবেদন ছিল, পরীক্ষায় বসলেও তাদের প্রার্থী হিসেবে গণ্য করেনি ডিভিশন বেঞ্চ। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে।
আদালত জানিয়েছে, ২০১৮ সাল বা তারপর যাঁরা ডিএলএড পাশ করে ২০২১ সালের জানুয়ারির টেটে (TET) বসেছিল, তারা আগামী বছর পরীক্ষায় বসতে পারবে। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে ওই টেট হবে। সেক্ষেত্রে বয়স বাধা হবে না। প্রাথমিকে শিক্ষকতার যোগ্য হতে ডিএলএড আবশ্যিক কোর্স করতে হয়। এনসিটিই-এর গাইডলাইন মোতাবেক প্রতি বছর টেট পরীক্ষা নিতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে নানা কারণে তা সম্ভব হয়নি। ২০১৭’র টেট হয়েছে ২০২১ সালের ৩১ জানুয়ারি। ফলে যাঁরা ২০১’র পর ডিএলএড পাশ করেছে, তাঁদের একাংশও ওই পরীক্ষায় বসেন। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পরীক্ষার্থীর স্বীকৃতি দেয়নি।