রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল: দীনেশ, স্বপন, লকেটের ভাগ্যে কাঁচকলা!

July 7, 2021 | < 1 min read

আশায় বুক বেঁধেছিলেন বেশ কিছু বঙ্গ বিজেপির নেতা। জল্পনা ছিল, স্বপন দাসগুপ্ত, দীনেশ ত্রিবেদী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁর নাম যুক্ত হতে পারে সম্প্রসারিত মন্ত্রী সভায়। সেই মতো ঘন ঘন দিল্লি যাতায়াতও করছিলেন এই নেতারা।

কিন্তু সেগুড়ে বালি। জল্পনা, জল্পনাই থেকে গেল, আর মেডেল নিয়ে চলে গেলেন সেই নেতারা যারা হয়তো নিজেরাও ভাবেননি তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীসভার অংশ হতে চলেছেন। দীনেশ,স্বপন, লকেটদের ভাগ্যে জুটল কাঁচকলা

ইতিমধ্যেই দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়কে ইস্তফা দিতে বলা হয়েছে। ইস্তফা দিয়েওছেন তাঁরা। অন্যদিকে বাংলা পাচ্ছে চার প্রতি মন্ত্রী। একটিও পূর্ণ মন্ত্রী অবশ জুটলো না. আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সূত্রের খবর, বারলা এবং নিশীথ বিজেপির ওপর নানা রকম চাপ সৃষ্টি করেছিলেন, সেগুলো কাটাতেই মিলেছে মন্ত্রিত্ব। বারলা উত্তরবঙ্গে আলাদা রাজ্য চেয়ে ভালোই গন্ডগোল পাকিয়েছেন, যার বিরোধিতা করতে নামতে হয়েছে রাজ্য সভাপতিকেই।

অন্যদিকে নিশীথের বিজেপির ছাড়া নাকি ছিল সময়ের অপেক্ষা, তাই তাকেও মন্ত্রী বানানো হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Swapan Dasgupta, #bjp, #Locket Chatterjee, #Saumitra Khan, #Dinesh Trivedi

আরো দেখুন