খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত ২ বারের অলিম্পিক সোনাজয়ী হকি খেলোয়াড় কেশব দত্ত, শোকজ্ঞাপন মমতার

July 7, 2021 | 2 min read

প্রয়াত হকি অলিম্পিয়ান কেশব দত্ত (Keshab Dutta)। ১৯৪৮ ও ১৯৫২ সালে তিনি ভারতের হয়ে অলিম্পিকে হকিতে সোনা জেতেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৬। ২০১৯ সালে তাকে মোহন বাগান রত্ন সম্মানে ভূষিত করা হয়।

১৯২৯ সালে ২৯ ডিসেম্বর লাহোরে জন্ম তাঁর। ছোটো থেকেই হকি মন কেড়েছিল কেশব দত্তর। ১৯৪৭ সালে দেশভাগের খবর যখন পান তখন বোম্বাইতে ইন্টার-প্রভিশনাল হকি চ্যাম্পিয়নশিপে খেলছিলেন। মা তাঁকে লাহোরে ফিরতে বারণ করেছিলেন। যদিও টিমমেটরা তাঁকে ফিরতে আশ্বস্ত করছিলেন। অভয় পেয়ে ফিরেছিলেন। লাহোরের বাতাসে তখন মৃত্যুর ধ্বনি। সেই সময় টিমমেট শাহরুখের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন কেশব দত্ত। সপ্তাহখানেক পর লাহোর ত্যাগ করেন তিনি। তবে হকিকে লাহোরে ফেলে আসেননি কেশব।

১৯৪৮ সালে দেশের স্বাধীনতার পর প্রথম অলিম্পিক। ১৯৪৭ সালের আগে অলিম্পিক হকিতে সোনাজয়ের হ্যাটট্রিক করেছিল ভারত। কিন্তু, দেশভাগের আঁচড়ে ভেঙে গেছিল ভারতের স্বপ্নের দল। শেষপর্যন্ত বহু চেষ্টায় অলিম্পিকে দল পাঠানো হয়। ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৪-০ গোলে হারিয়ে সোনা জেতে স্বাধীন ভারত। দেশভাগের যন্ত্রণায় প্রলেপ দিয়েছিল সোনা। আর সেই দলের সদস্য ছিলেন কেশব দত্ত। টুর্নামেন্টের পাঁচটি ম্যাচেই খেলেছিলেন। হাফ ব্যাক হিসেবে দেশকে ভরসা জুগিয়েছিলেন।

চার বছর পর ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে বিতর্কের মধ্যে দল পাঠিয়েছিল ভারত। সমস্ত বিতর্ক দূরে সরিয়ে রেখে ফের সোনা জেতে ভারত। তখনও হাফ ব্যাক হিসেবে খেলেছিলেন কেশব দত্ত। টানা পঞ্চমবার সোনা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মেলবোর্ন ১৯৫৬ সালের অলিম্পিকে তাঁর অধিনায়ক হওয়ার কথা ছিল। কিন্তু, যে কম্পানিতে চাকরি করতেন সেখান থেকে বলা হয়েছিল, ক্যাপ্টেন হলে চাকরি ছাড়তে হবে। সেজন্য অধিনায়কত্ব গ্রহণ করেননি। তারপর ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ম্যানেজার হিসেবে ভারতীয় দলের সঙ্গে গেছিলেন।

৯৫০ সালে বহু মোহনবাগান কিংবদন্তির বাসস্থান কলকাতার ব্রডওয়ে হোটেলের মালিক ইকবাল সিংহের ইচ্ছে তে কেশব যোগ দ্যান কলকাতা পোর্ট হকি দলে ।

তৎকালীন বিশিষ্ট অভিনেতা ও মোহনবাগান হকি সচিব জহর গাঙ্গুলির হাত ধরে কেশবের মোহনবাগানের হয়ে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামা । তারপর টানা ১০ বছর মোহনবাগানের হয়ে ঘাসের মাঠে হকি স্টিক হাতে স্ফুলিঙ্গের বিচ্ছুরণ ! মোহনবাগানের হয়ে চার মরসুম অধিনায়ক ছিলেন , ক্লাব কে দিয়েছেন ৬ টা হকি লীগ , ৩ টি বেটন কাপ খেতাব ।

হকির জাদুকর ধ্যান চাঁদের এক সময়ের এই প্রিয় শিষ্য কেশব দত্ত কে ভারতের হকির প্রতি তাঁর অবদান কে সম্মান জানিয়ে মোহনবাগান ক্লাব কতৃপক্ষ তাঁকে 2019 সালে প্রদান করে “মোহনবাগান রত্ন ” সম্মান ।

কেশব দত্তের প্রয়াণে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Keshav Dutt

আরো দেখুন