রাজ্য বিভাগে ফিরে যান

বাজেটে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানাল ক্রেডাই

July 8, 2021 | < 1 min read

করোনা অতিমারির কারণে জমি-বাড়ি কেনাবেচায় আর্থিক মন্দা যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। রিয়েল এস্টেট সেক্টর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে প্রযোজ্য স্ট্যাম্প ডিউটির (Stamp Duty) হার দুই শতাংশ কমানো হল। শহরাঞ্চলে যা ছিল ৬ শতাংশ। এবার তা হল ৪ শতাংশ। সেই সঙ্গে সব ধরনের দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফি ১০ শতাংশ হ্রাস করা হয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দলিল রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে এই দুই সুবিধা পাওয়া যাবে বলে বুধবার বাজেট প্রস্তাবে জানানো হয়েছে। এর ফলে যাঁরা ফ্ল্যাট, জমি, বাড়ি, কেনাকাটা করবে,ন তাঁরা উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জরগুঁ এস্টেট কারবারে যুক্তদের সংস্থা ক্রেডাই (CREDAI )। ক্রেডাইয়ের প্রেসিডেন্ট সুশীল মোহতা বলেন, কোভিড মহামারীর সময়ে সরকারের এই সিদ্ধান্ত রিয়েল এস্টেটকে ‘বুস্ট আপ’ করবে। এর ফলে ফ্ল্যাট ক্রেতারা উপকৃত হবেন। যদি কেউ ৫০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনেন, তিনি ১ লক্ষ টাকার ছাড় পাবেন। এদিকে, ‘হিডকো’কে আবাসন দপ্তরের অধীনে নিয়ে আসা হল। এতদিন তা ছিল পুর-নগরোন্নয়নের অধীনে। এদিন বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আধুনিক উপনগরী নিউটাউন তৈরির দায়িত্বে রয়েছে হিডকো। তারাই নিউটাউনের সবকিছু দেখভাল করে। এদিনের মন্ত্রিসভার সিদ্ধান্তের ফলে হিডকোর পরিচালনভার মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে চলে গেল।   

TwitterFacebookWhatsAppEmailShare

#bengal budget 2021, #CREDAI, #Stamp Duty

আরো দেখুন