খেলা বিভাগে ফিরে যান

ফের জুটি বাঁধছেন লি-হেশ, এবার ওয়েব সিরিজে

July 8, 2021 | < 1 min read

ফের একবার একসঙ্গে জুটি বাঁধছেন ভারতের দুই টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes) ও মহেশ ভূপতি ৷ তবে টেনিস কোর্টে নয় ৷ একটি ওয়েব সিরিজ়ে দেখা যাবে, ভারতের অন্যতম সফল টেনিস জুটিকে ৷ ওয়েব সিরিজ়ে নিজেদের জার্নির কথা বলবেন তাঁরা ৷

নিজেদের একসঙ্গে জুটি বেঁধে খেলার কথা বলবেন প্রাক্তন দুই তারকা টেনিস খেলোয়াড় (Tennis) ৷ ওয়েব সিরিজ়ের (web series) গল্পে উঠে আসবে তাঁদের সম্পর্কের কথা ৷ সিরিজ়টি পরিচালনা করবেন, পুরস্কার জয়ী পরিচালক দম্পতি অশ্বিনি আইয়ার তিওয়ারি ও নীতীশ তিওয়ারি ৷

প্রথম ভারতীয় জুটি হিসেবে ১৯৯৯ সালে উইম্বলডন খেতাব জয় করেন পেজ ও ভূপতি ৷ তাঁদের একত্রিত হওয়ার জল্পনা শুরু হয় লিয়েন্ডার পেজের একটি টুইটার পোস্টের পর ৷ উইম্বলডন খেতাব জয়ের ২২ বছর পূর্তিতে একটি ছবি পোস্ট করেন লিয়েন্ডার পেজ ৷ টুইটে লিয়েন্ডার লেখেন, ‘‘ দুই তরুণ খেলোয়াড় হিসেবে আমরা ভারতকে গর্বিত করার স্বপ্ন দেখেছিলাম ৷’’ এই টুইটে মহেশ ভূপতিকে ট্যাগ করেন লিয়েন্ডার ৷ টুইটের রিপ্লাই করেন মহেশ ভূপতিও ৷ তিনি লেখেন, ‘‘ হুম… এটা অসাধারণ ছিল ৷ তোমার কি মনে হয় আরও একটি চ্যাপ্টার লেখা যায় ?’

এই জুটিকে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ বলে ডাকা হত ৷ একসঙ্গে ১৯৯৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একসঙ্গে খেলে দু’জনে ৷ তারপর মাঝে বিচ্ছেদ হয়ে যায় এই ভারতীয় টেনিস জুটির৷ যদিও ফের ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জুটি বেঁধে খেলেন ভূপতি-পেজ ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Web Series, #Leander Paes, #tennis player, #OTT

আরো দেখুন