রাজ্য বিভাগে ফিরে যান

দলবিরোধী মন্তব্যের জের, বিজেপি থেকে বহিষ্কার হতে পারেন রাজীব, সব্যসাচী

July 8, 2021 | < 1 min read

বারবার তাদের দলবিরোধী মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি (BJP)। বহিষ্কার করা হতে পারে রাজীব ব্যানার্জি (Rajib Banerjee) এবং সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta), রাজ্য বিজেপির সূত্রে এমনটাই খবর চাউর হয়েছে।

বিধানসভা নির্বাচনের ফলের কথা মাথায় রেখেই নতুন করে রাজ্য সংগঠন সাজাতে চাইছে বিজেপি। আপাতত মূল দলে বড় কোনও রদবদল না হলেও শাখা সংগঠনে কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

আজ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায় (Amrita Banerjee) ফেসবুক লাইভে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন। তুলোধোনা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে। বললেন, “দলের ভরাডুবির জন্য দায়ী ওদের মতো দালাল নেতা।”

রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে অমৃতা বলেন, “বারবার চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি গিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন। সেদিন বিরোধী দলনেতা তাঁর কাছের লোক ছিল। আজ প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন করে তাঁর বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির দলনেতাকে আক্রমণ আমরা মানব না।”

অমৃতা আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দলে নিচ্ছেন না বলেই এখনও বিজেপি ছাড়ছেন না রাজীব। উনি এবং সব্যসাচী দত্তের মতো দালাল নেতাদের জন্যই দলের এই ভরাডুবি।” যুব মোর্চার সাধারণ সম্পাদকের প্রশ্ন, কেন এখনও শোকজ করা হল না রাজীব বন্দ্যোপাধ্যায়কে। সোনালী গুহকে (Sonali Guha) ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sabyasachi Dutta, #Rajib Banerjee

আরো দেখুন