কলকাতা বিভাগে ফিরে যান

শুরু অরণ্য সপ্তাহ, শহরজুড়ে চলছে বৃক্ষরোপণ

July 8, 2021 | < 1 min read

শহরে এবার আরবান ফরেস্ট্রি তৈরির ইচ্ছাপ্রকাশ করেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। বুধবার কলকাতা পুরসভার ময়দান টেন্টে অরণ্য সপ্তাহ বা বনমহোৎসবের উদ্বোধনে এসে সেই কথা বলেন তিনি। এদিনও শহরকে দূষণের হাত থেকে বাঁচাতে সবুজায়নের উপর জোর দেন ফিরহাদ (Firhad Hakim)। তিনি জানান, উম-পুনের পর শহরে অনেক গাছ পড়ে যায়। দূষণ রুখতে উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত দেবাশিস কুমারের তত্ত্বাবধানে কলকাতার বিভিন্ন প্রান্তে গাছ লাগানোর (plantations) কাজ চলছে। আম্পানের পর ইতিমধ্যে শহরে ৫০ হাজার গাছ লাগানো হয়েছে বলে দাবি করেছেন ফিরহাদ। যেখানেই জায়গা পাওয়া যাবে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জায়গা অনুপাতে গাছ লাগানো হবে।

কলকাতার পার্শ্ববর্তী এলাকায় গাছপালায় ভরা সুন্দর আর একটি ইকো পার্ক তৈরি পরিকল্পনাও রয়েছে পুরসভার। কলকাতা সংলগ্ন এলাকায় শহরের সম্প্রসারণ হচ্ছে। জমির খোঁজ খবর নেওয়া হবে। জায়গা পেলেই তৈরি করা হবে প্রকৃতি তীর্থের মতো পার্ক। অন্যদিকে, এই উপলক্ষে দক্ষিণ কলকাতা জেলা যুব তৃণমূলের তরফেও বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ কলকাতা সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, আম্পান ও যশে শহরে প্রচুর গাছ ভেঙে পড়েছে। সেই শূণ্যস্থান পূরণ করতেই দক্ষিণ কলকাতার ৮৪টি ওয়ার্ডে ১৪-২১ জুলাই এক সপ্তাহ ধরে ৭০টি করে গাছ পোঁতা হবে। মূলত আয়ুর্বেদ জাতীয় গাছের উপরেই জোর দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#plantations, #Kolkata

আরো দেখুন