রাজ্য বিভাগে ফিরে যান

অধ্যক্ষকে অবমাননা, বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস গৃহীত

July 9, 2021 | 2 min read

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) নিশানা করে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব বিচারের জন্য গৃহীত হল। শুভেন্দুর বিরুদ্ধে এই প্রস্তাবটি এনেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার অধিবেশনের সূচনাতেই এই প্রস্তাব স্বাধিকারভঙ্গ সংক্রান্ত অভিযোগের বিচারের জন্য নির্দিষ্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অধ্যক্ষ। তবে এদিন কেবল শুভেন্দু নন, শাসক শিবিরের অপর সিনিয়র নেতা তথা উপ-মুখ্যসচেতক তাপস রায়ের আনা একই ধরনের অপর একটি অভিযোগের প্রেক্ষিতে তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষের ক্ষেত্রেও অনুরূপ সিদ্ধান্ত নিয়েছেন বিমানবাবু। তবে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল অনেক বেশি তৈরি হয়েছে। বিরোধী দলনেতা অবশ্য জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটি ডাকলে যাবতীয় জবাব দেবেন। সেই সঙ্গে বলেছেন, এসবের মাধ্যমে সত্য সামনে আনার ব্যাপারে তাঁর কণ্ঠরোধ করা যাবে না।

গত মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক পর্ব নির্দিষ্ট ছিল। তবে তার আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে তাদের তরফে আনা মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার দাবিতে সরব হয় বিজেপি (BJP)। অধ্যক্ষ সেই দাবি খারিজ করায় বিরোধীপক্ষ বিক্ষোভ দেখায়। পরে শুভেন্দু তাঁর ভাষণের সূচনা পর্বে বিধানসভার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার প্রসঙ্গ তোলায় অধ্যক্ষ বিষয়টি আদালতে বিচারাধীন থাকার কারণ দেখিয়ে আপত্তি জানান। প্রতিবাদে বিজেপি ওয়াকআউট করে।

সদনের বাইরে সাংবাদিক বৈঠকে নিজের ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে শুভেন্দু অধ্যক্ষের সিদ্ধান্তের নিন্দা করতে গিয়ে একটি আপত্তিকর শব্দ ব্যবহার করেন। এতে অধ্যক্ষপদের গরিমা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে চন্দ্রিমাদেবী বুধবার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা দেন অধ্যক্ষের সচিবালয়ে। তার ভিত্তিতেই অধ্যক্ষ এদিন ওই রুলিং দেন। শুভেন্দুর পাশাপাশি একটি সংবাদপত্র বিরোধী দলনেতার বলা ওই শব্দটি ছাপায় তাদের বিরুদ্ধেও অনুরূপ রুলিং দেন অধ্যক্ষ।

একইভাবে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো-তে অধ্যক্ষ সম্পর্কে তির্যক মন্তব্য করেন সিপিএমের শতরূপ ঘোষ। ওই অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের তাপস রায়ও। তাপসবাবুও অধ্যক্ষের পদের অবমাননার অভিযোগ এনে শতরূপের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা করেন। সে-ব্যাপারেও একই রুলিং এদিন দেন বিমানবাবু। শতরূপের পাশাপাশি সংশ্লিষ্ট টিভি চ্যানেলটিকেও অভিযুক্তের তালিকাভুক্ত করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Biman Banerjee, #bjp

আরো দেখুন